আর মাত্র এক পা দূরে, শেষ কাঁটা সরলেই এবার ব্রিটেন শাসন করবেন এক ভারতীয় বংশোদ্ভূত

বাংলাহান্ট ডেস্ক : আর মাত্র একটা জয়। আর তারপরই ইতিহাস তৈরি হবে ব্রিটেনের (Britain) মাটিতে। সেই ব্রিটেন, যারা ১৯০ বছর শাসন করেছে ভারত (British Rule in India) থেকে। ঝড়িয়েছে ভারতমাতার অনেক বীর সন্তানের রক্ত। আজ সেই ব্রিটেনের মসনদেই বসতে পারেন এক ভারতীয়। তিনি ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক (Rishi Sunak)। একে একে লড়াই থেকে হারিয়ে যাচ্ছেন সব তাবড় প্রতিদ্বন্দ্বীরা। পঞ্চম রাউন্ডে বিপুল ভোটে জয় ভারতীয় বংশোদ্ভূত ঋষির। ব্রিটেনের সিংহাসন (PM of Britain) দখল এখন শুধুই সময়ের অপেক্ষা। ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ের চূড়ান্ত পর্বে পৌঁছেম ঋষি। তাঁর সামনে এখন শুধু লিজ় ট্রাস (Liz Truss)। পঞ্চম রাউন্ডে ছিটকে গেলেন অপর এক মহিলা প্রতিদ্বন্দ্বী পেনি মরড্যান্ট (Penny Mordaunt)।

Penny 140722 PM 070722 GettyImages 1146733915

বরিস জনসনের পদত্যাগের পর দলের নেতা তথা ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচন করছে কনজারভেটিভ পার্টি। নির্বাচনের প্রথম রাউন্ড থেকেই দাপট দেখিয়েছে ব্রিটেনের প্রাক্তন অর্থমন্ত্রী অক্সফোর্ড প্রাক্তনী ঋষি সুনক। প্রধানমন্ত্রী পদে চূড়ান্ত প্রার্থী হতে হলে সুনককে পেতে হবে নিজের দলের ১২০ জন আইনসভা সদস্যের সমর্থন। পার্লামেন্টে কনজারভেটিভ পার্টির যত জন সাংসদ রয়েছেন, তাঁদের এক তৃতীয়াংশের সমর্থনই হল১২০। ইতিমধ্যেই ১১৮ আইনসভার সদস্যের সমর্থন পেয়ে গেছেন ঋষি।

জানা যাচ্ছে, সোমবারের ভোটে আইনসভার ১১৫ জন সদস্য সুনককে ভোট দেন। সেখান থেকে চতুর্থ ও পঞ্চম দফায় আরও বেড়েছে তাঁর ভোট। সোমবারের ভোটে বাণিজ্য মন্ত্রী পেনি মরড্যান্ট পেয়েছেন ৯২টি ভোট। বিদেশ সচিব লিজ ট্রাস পেয়েছেন ৮৬টি ভোট। সেখানে পঞ্চম দফায় ঋষি অনেক এগিয়ে। তিনি পেয়েছেন ১৩৭টি ভোট। লিজ ট্রাস পেয়েছেন ১১৩ ভোট। পেনি মরড্যান্ট মাত্র ১০৫টি ভোট পেয়ে লড়াই থেকে হারিয়ে যান।

কনজারভেটিভ দলের নেতা হিসাবে এখনও পর্যন্ত যে কয়েকটি ধাপে নির্বাচন হয়েছে তাতে বলা যায়, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয়ে দৌড়ে এগিয়ে রয়েছেন ভারতীয় ঋষি সুনক। ৫ সেপ্টেম্বর চূড়ান্ত দফার ভোটের ফল প্রকাশ হবে। তারপরই জানা যাবে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রীর নাম। চূড়ান্ত দফার নির্বাচনে জয় পেলে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনকই হবেন ব্রিটেনের প্রথম অশ্বেতাঙ্গ প্রধানমন্ত্রী।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর