বাংলাহান্ট ডেস্কঃ দেশের করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই বড় এক সিদ্ধান্ত নিল ওড়িশা (Odisha) সরকার। এই লকডাউনের মধ্যে সরকারি উদ্যোগেই খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে পথকুকুর এবং অন্য প্রাণীদের। সংক্রমণ এড়াতে একদিকে যেমন কড়া বিধি নিষেধ জারী করা হয়েছে, তেমনই অন্যদিকে এই পথপ্রাণীদের কথাও চিন্তা করল ওড়িশা সরকার। আর ওড়িশা সরকারের এই উদ্যোগ প্রশংসা কোড়াল সর্বজনের।
সংক্রমণ এড়াতে ওড়িশার ৪৮ পুরসভা এলাকা, ৫ মেট্রোপলিটন কর্পোরেশন এবং আরও ৬১টি এলাকায় জারী হয়েছে কড়া বিধি নিষেধ। সেসবের মধ্যে পথপ্রাণীরা যাতে অভুক্ত না থাকে, সেই কারণেই মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক (Naveen Patnaik) ৬০ লক্ষ টাকা বরাদ্দ করেছেন। ওড়িশার পাবলিক ইনফরমেশন দফতর জানিয়েছে, বিভিন্ন এলাকার স্থানীয় স্বেচ্ছাসেবক এবং স্বেচ্ছাসেবী সংগঠন এই অর্থের সাহায্যে ওড়িশার ছোট বড় বিভিন্ন শহরে রাস্তার প্রাণীদের খাওয়ানোর ব্যবস্থা করবে।
ଲକଡାଉନ୍ ଜାରି ହୋଇଥିବା ପରିପ୍ରେକ୍ଷୀରେ ବୁଲା ଗାଈ ଗୋରୁ କୁକୁର ଆଦି ପ୍ରାଣୀମାନେ ଖାଦ୍ୟ ସମସ୍ୟାର ସମ୍ମୁଖୀନ ହେଉଛନ୍ତି। ଏହାକୁ ଦୃଷ୍ଟିରେ ରଖି ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ତାଙ୍କ ରିଲିଫ ପାଣ୍ଠିରୁ ପାଞ୍ଚ ମହାନଗର ନିଗମ, ୪୮ ଟି ମ୍ୟୁନିସପାଲଟି ଓ ୬୧ ଟି ଏନ୍ଏସିମାନଙ୍କୁ ୬୦ ଲଷ ଟଙ୍କା ସହାୟତା ମଞ୍ଜୁର କରିଛନ୍ତି। pic.twitter.com/fPfepDX7TZ
— I & PR Department, Odisha (@IPR_Odisha) May 9, 2021
সূত্রের খবর, সরকারী বিভাগ থেকে এই ৬০ লক্ষ টাকা খরচের হিসেবও দিয়ে দেওয়া হয়েছে। যে হিসেব অনুযায়ী সেই অর্থ খরচ হবে- দৈনিক ২ হাজার টাকা খরচ করা হবে ৬১টি নির্দিষ্ট এলাকার জন্য। পুরসভা এলাকাগুলির জন্য দৈনিক ৫ হাজার টাকা দেওয়া হবে এবং কটক, সম্বলপুর, ভুবনেশ্বর, রাউরকেল্লা এবং ব্রহ্মপুরের মত ৫ টি মেট্রোপলিটন কর্পোরেশনের জন্য দৈনিক ২০ হাজার টাকা করে বরাদ্দ করা হয়েছে।
দেশজুড়ে যেহারে বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ, তার জেরে দেশের নানা প্রান্তে নানা রকম সংকট দেখা দিচ্ছে। এই পরিস্থিতিতে বিদেশী প্রতিবেশি হোক কিংবা বন্ধু দেশ, সকলেই ঝাঁপিয়ে পড়েছে ভারতের এই বিপদের দিনে। অর্থ থেকে শুরু করে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম- সমস্ত কিছু পাঠিয়েই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।