বাংলাহান্ট ডেস্ক: টলিউডে সিনেপ্রেমীদের মন জয় করে বলিউডেও জলবা দেখিয়েছেন ঋতাভরী চক্রবর্তী (ritabhari chakrabarty)। এবার জাতীয় মঞ্চে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করলেন অভিনেত্রী। গোয়ায় ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (Indian international film festival) নেচে মঞ্চ মাতালেন বাঙালি ললনা ঋতাভরী।
শনিবার গোয়ায় সূচনা হয়েছে ভারতের ৫২ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ভারতের ৭৫ তম স্বাধীনতাও উদযাপন করা হয় এই মঞ্চে। এই অনুষ্ঠানেই বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেছেন ঋতাভরী। একেবারে খাঁটি বাঙালি সাজে লাল সাদা লেহেঙ্গা পরে নাচেন তিনি। নিজের নাচ সহ বলিউডের আরো একগুচ্ছ তারকার ছবি শেয়ার করেছেন ঋতাভরী।
রণবীর সিং, সলমন খান, শ্রদ্ধা কাপুর, মৌনি রায়ের মতো তারকাদের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করেছেন ঋতাভরী। ছবিগুলি শেয়ার করে তিনি লেখেন, ‘গোয়ায় ৫২ তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের ৭৫ তম স্বাধীনতা উদযাপন! গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করতে পেরে আমি সম্মানিত। আমার বাংলা লাইমলাইটের মধ্যমণি হয়ে থাকারই যোগ্য।’
ঋতাভরী আরো জানিয়েছেন, একটা জাতীয় অনুষ্ঠানে সব বাংলা গানে পারফর্ম করেছেন তিনি। সলমন খান, রণবীর সিং, শ্রদ্ধা কাপুর, মৌনি রায়, রিতেশ দেশমুখ, জেনেলিয়া ডিসুজার মতো তারকাদের সঙ্গে মঞ্চ ভাগ করতে পেরে তিনি গর্বিত বলেও জানান ঋতাভরী। উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর পর্যন্ত চলবে এই চলচ্চিত্র উৎসব।
https://www.instagram.com/p/CWhbogII-4I/?utm_medium=copy_link
দূর্গাপুজোয় মুক্তি পেয়েছে ঋতাভরী, অঙ্কুশ হাজরা ও বনি সেনগুপ্ত অভিনীত এফআইআর। সিনেমহলে ভালোই সাড়া পেয়েছে ছবিটি। চলতি বছরের শেষেই বাগদান পর্বও সারবেন ঋতাভরী। তারপর ধীরে সুস্থে আগামী বছরের শেষে করবেন বিয়ে। হবু বরকে বিয়ের আগেই এক শর্ত দিয়েছেন ঋতাভরী। বাগদানের পর ও বিয়ের আগে কিছুদিন একসঙ্গে থাকবেন তাঁরা অভিনেত্রীর বাড়িতে। বিয়ের পর অবশ্য চলে যাবেন সল্টলেকের একটি নতুন বাড়িতে।