খোলামেলা পোষাকে ফের নজর কাড়ছেন ঋতাভরী, লকডাউনে অনুরাগীদের জন‍্য বিশেষ উপহার অভিনেত্রীর

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক: ঋতাভরী চক্রবর্তী (ritabhari chakrabarty), নামটা শুনলেই যেকোনও পুরুষের হৃদয়ে ঝড় উঠতে বাধ্য। কেরিয়ারের শুরু টেলিভিশন ধারাবাহিক ‘ওগো বধূ সুন্দরী’র মাধ্যমে। ওই একটা ধারাবাহিকই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। অভিনয় দক্ষতা ছিলই। তার দোসর হয় অসাধারন সুন্দর ফিগার। আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। তবে ধারাবাহিকে আর কাজ না করলেও পাড়ি দিয়েছেন বলিউডে। অভিনয় করেছেন একটি শর্ট ফিল্মে। পাশাপাশি বিজ্ঞাপনে মুখ দেখানো তো রয়েছেই।


সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট সক্রিয় থাকেন ঋতাভরী। মাঝে মাঝেই নানা ফটোশুটের ছবি শেয়ার করেন অনুরাগীদের জন্য। ফের একবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবি শেয়ার করেছেন ঋতাভরী। কালো স্বল্প পোশাক, হাতে কফি কাপ নিয়ে একটি ছবি পোস্ট করেছেন তিনি। তাঁর ‘কুল’ এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে লকডাউনের সময়টা বাড়িতে বেশ ভালই কাটছে তাঁর।

https://www.instagram.com/p/B-z7R6UHC_0/?igshid=1zhteqs6l0aj

https://www.instagram.com/p/B-8ego9nPm8/?igshid=bycr5o30zc1e

শুটিং বন্ধ থাকায় এখন বাড়ির বাইরে ফটোশুটও বন্ধ রয়েছে ঋতাভরীর। তবে তাতে তিনি দমেননি এক ফোঁটাও। বাড়িতেই দিব‍্যি ফটোসেশন শুরু করে দিয়েছেন অভিনেত্রী। সেই সঙ্গে নিজেও সেলফি তুলে পোস্ট করছেন অনুরাগীদের জন‍্য।

https://www.instagram.com/p/B-mXoWXHGaa/?igshid=19pv81jzmtril

https://www.instagram.com/p/B-hmSAznCgp/?igshid=1nqmsiiy30u6n

বাড়িতে বসে কখনও বই পড়ছেন, কখনও ঘর গোছাচ্ছেন আবার কখনও পোষ‍্যদের নিয়ে খেলছেন অভিনেত্রী। এভাবেই সময় কাটছে তাঁর। অন‍্যদেরও এই সময়টা বাড়িতেই থাকতে অনুরোধ করেছেন ঋতাভরী।

https://www.instagram.com/p/B_SIKucnnT5/?igshid=g2qieozhbyp5

https://www.instagram.com/p/B_UkviUHRBj/?igshid=1j40p3tsavj3u

https://www.instagram.com/p/B_SDHj5nPKu/?igshid=94ixfj5ommbz

প্রসঙ্গত, এর আগে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ ছবিতে দেখা গিয়েছিল ঋতাভরীকে। ছবিতে একজন মহিলা পুরোহিতের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে ঋতাভরীকে। এর আগে বলিউডে কালকি কোয়েচলিনের সঙ্গে একটি শর্ট ফিল্মে কাজ করেছেন তিনি। আয়ুষ্মান খুরানার সঙ্গে মিউজিক ভিডিওতেও দেখা গিয়েছে তাঁকে।

X