বরকে সিঁদুর পরিয়ে ‘সাম্য’ গড়ার বার্তা দিদির, ট্রোলড হতেই সপাট জবাব ঋতাভরীর

বাংলাহান্ট ডেস্ক: বাঙালি বিয়ে, বিশেষ করে বৈদিক রীতিতে বিয়ে নিয়ে ইদানিং হাজারো ট্রোল হচ্ছে। অনেকেই বৈদিক নিয়মে বিয়ে সারছেন আজকাল আর নিত্য নতুন রীতি নিয়ম নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে ঠাট্টা মশকরা। অতি সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakraborty) দিদি চিত্রাঙ্গদা। তিনিও বৈদিক নিয়মেই বিয়ে করেছেন। আর সেই বিয়ের একটি ছবি নিয়েই যাবতীয় গণ্ডগোল।

মহিলা পুরোহিত নন্দিনী বিয়ে দেন চিত্রাঙ্গদা এবং সম্বিত চট্টোপাধ্যায়ের। সিঁদুর দান পর্বে চিত্রাঙ্গদার সিঁথি রাঙিয়ে দেন সম্বিত। তারপর স্ত্রীও স্বামীর কপালে এঁকে দেন সিঁদুরের ফোঁটা। দিদি জামাইবাবুর পাশে বসে এই মুহূর্তের সাক্ষী থাকেন ঋতাভরী। এই মুহূর্ত অবশ্য তাঁর জীবনে আগেও এসেছে। মহিলা পুরোহিত নন্দিনীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ ছবিতে।

ritabhari chitrangada

চিত্রাঙ্গদা সম্বিতের ছবির সঙ্গে নিজের সিনেমার ওই দৃশ্যটির ছবিও শেয়ার করেছেন ঋতাভরী। ক্যাপশনে লিখেছেন, ‘অসাম্য টুকুকে মুছে শুধু সাম্য টুকুকে গর্তে চেয়েছি। নিজের ছবি দিয়ে নিজেদের জীবনে! আমার দিদির বিয়ে! ২০২২ এর সবথেকে প্রিয় মুহূর্ত।’

কিন্তু পোস্টটি প্রশংসার বদলে নিন্দা বেশি পেয়েছে। একজন কটাক্ষ করেছেন, সিঁদুর দিয়ে ভাইফোঁটা না দিলে কুল দেখাবে না। আর সেলিব্রেটি হয়ে এব না করলে ভাও কি’। আবার কেউ ভাইফোঁটার মন্ত্র আউড়েছেন। এমনকি একজন এও লিখেছেন, দাদা যেদিন প্রেগনেন্ট হবে সেদিনই প্রকৃত সাম্য আসবে!

এতদিন মুখে কুলুপ এঁটে রাখার পর অবশেষে নীরবতা ভেঙেছেন ঋতাভরী। তিনি বলেন, এই বিষয়ে একটি ছবি করেছেন তিনি। তাই আনন্দ উৎসবের মাঝে আর কোনো নেতিবাচকতাকে পাত্তা দেননি। কিন্তু তিনি আশ্চর্য হয়ে গিয়েছেন এটা দেখে যে মানুষ প্রকৃতির নিয়ম আর মানুষের বানানো নিয়ম গুলিয়ে ফেলছে।

https://www.instagram.com/p/Cm1IH_AhfFi/?igshid=YmMyMTA2M2Y=

ঋতাভরীর কথায়, প্রেগনেন্সি হল প্রকৃতির বানানো নিয়ম আর সিঁদুরদান, ভাত কাপড় মানুষের বানানো। যেটুকু ভাল সেটুকু রেখে সাম্যের পথে এগিয়ে যাওয়াই কাম্য। সঙ্গে তিনি আরো বলেন, কোনোটাই কারোর উপরে চাপিয়ে দেওয়া হয়নি। যার যেটাতে আনন্দ সেটাই সে বেছে নিক।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর