মাত্র দুই পেসার! প্রাক্তন ভারতীয় ওপেনার জানালেন কাল শ্রীলঙ্কার বিরুদ্ধে কেমন হবে ভারতীয় একাদশ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আগামীকাল থেকে আরম্ভ হতে চলেছে ভারত বনাম শ্রীলঙ্কা (India vs Sri Lanka) টি-টোয়েন্টি সিরিজ। বছরের প্রথম সিরিজটা জয় দিয়েই শুরু করতে চায় ভারতীয় দল (Team India)। তাই আগামীকাল মুম্বাইয়ে যখন হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বাধীন তরুণ ভারতীয় দল শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামবে তখন তরুণ ভারতীয় ক্রিকেটারদের কাছে সেটি একটি বড় পরীক্ষা হবে। আপাতত সিনিয়র ভারতীয় ক্রিকেটারদের এই ফরম‍্যাটে মাঠে নামাতে চায় না বিসিসিআই (BCCI)। সুযোগটা কাজে লাগানোর জন্য মুখে থাকবেন সঞ্জু স্যামসন (Sanju Samson), শুভমান গিলের (Shubman Gill) মতো ক্রিকেটাররা।

শ্রীলঙ্কা দলকে হালকা ভাবে নেওয়ার কোনও উপায় নেই। এশিয়া কাপ চ্যাম্পিয়নরা ভারতের মাটিতে পা রেখেছেন অঘটন ঘটানোর লক্ষণ নিয়ে। আর সেই ক্ষমতাও তাদের বিলক্ষণ রয়েছে। এমন পরিস্থিতিতে ভারতীয় দলকে কেমন ভাবে সাজাবেন হার্দিক সেই নিয়ে চিন্তিত অনেকেই। এবার প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফরের নিজের মত প্রকাশ করলেন এই ব্যাপারে যে ভারতীয় দলের আগামীকাল টিম কম্বিনেশন কি হওয়া উচিত।

Wasim Jaffer retires

ওয়াসিম জাফর যে একাদশের কথা বলেছেন তা কিছুটা আশ্চর্যজনক। কারণ তার একাদশে মাত্র দুজন জেনুইন পেসার রয়েছেন। দলের প্রয়োজনে হার্দিক পান্ডিয়ার তৃতীয় পেসারের কাজ করবেন। তবে একাধিক অলরাউন্ডার দিয়ে দল সাজিয়েছেন প্রাক্তন ভারতীয় তারকা। কিন্তু অলরাউন্ডারদের মধ্যে বেশিরভাগই স্পিন বোলিং অলরাউন্ডার। তবে ভারতীয় দলের টপ অর্ডার অত্যন্ত বেশি শক্তিশালী দেখাচ্ছে তার একাদশে।

ওয়াসিম জাফরের প্রস্তাবিত একাদশ:

শুভমান গিল
ঈশান কিষান (উইকেটরক্ষক)
সূর্যকুমার যাদব
সঞ্জু স্যামসন
দীপক হুডা
হার্দিক পান্ডিয়া (অধিনায়ক)
অক্ষর প্যাটেল
ওয়াশিংটন সুন্দর
হর্ষল প্যাটেল
যুজবেন্দ্র চাহাল
অর্শদীপ সিং

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর