অনুষা শুধুই বন্ধু, ঋতব্রতর প্রথম প্রেমিকা এই অভিনেত্রী! কোন ক্লাসে শুরু সম্পর্ক?

বাংলাহান্ট ডেস্ক : শীত হোক বা গ্রীষ্ম, টলিপাড়ায় সবসময়ই বসন্তের হাওয়া। প্রায়দিনই কোনো না কোনো তারকার সম্পর্কে জড়ানোর কিংবা সম্পর্ক ভাঙার খবর জায়গা করে নেয় সংবাদ শিরোনামে। রূপোলি পর্দায় যাঁদের ঘিরে এত গ্ল্যামারের ছটা, বাস্তব জীবনে তাঁদের মনের মানুষ কে তা জানার জন্য কম আগ্রহ থাকে না আমজনতার। কিছুদিন আগেই আদিত্য সেনগুপ্তের সঙ্গে প্রেমের ইস্তেহার দিয়েছেন অনুষা বিশ্বনাথন। এদিকে ঋতব্রত মুখোপাধ্যায়ের (Ritabrata Mukherjee) সঙ্গে যে অনুষার সম্পর্কের গুঞ্জন ছিল, তার কী হবে? আদৌ কি কখনো কিছু ছিল তাঁদের মধ্যে?

অনুষার সঙ্গে প্রেমে ছিলেন ঋতব্রত (Ritabrata Mukherjee)?

কোন তারকার সঙ্গে কোন তারকার ‘বিশেষ’ সম্পর্ক চলছে, এই সোশ্যাল মিডিয়ার যুগে তা চট করে ধরে ফেলতে পারেন নেটিজেনরা। কিন্তু মাঝে মাঝে অতি বড় গোয়েন্দারও ভুল হতে পারে। অনুষার সঙ্গে ঋতব্রতর (Ritabrata Mukherjee) সম্পর্কের সমীকরণ নিয়ে একসময় প্রচুর জলঘোলা হয়েছে। অনেকেই ধরে নিয়েছিলেন, দুজনের মধ্যে ‘কিছু’ তো আছে। সেই অনুমানের উপরে ভিত্তি করেই অনুষার সম্পর্কের পোস্টে অনেকে উল্লেখ করেছিলেন ঋতব্রতর (Ritabrata Mukherjee) নাম। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেতা। কাটালেন ধোঁয়াশা।

আরো পড়ুন : আরো বিপাকে কানাডা প্রশাসন, হিন্দু মন্দিরে হামলার ঘটনায় মোদীর টুইট, করলেন বিষ্ফোরক দাবি!

সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেতা

সম্প্রতি এক সাক্ষাৎকারে ঋতব্রত (Ritabrata Mukherjee) বলেন, অনুষার সঙ্গে সম্পর্ক নিয়ে যা গুঞ্জন রটেছে সবটাই সিনেমার জন্যই। একসঙ্গে পাঁচটি ছবিতে অভিনয় করেছেন তাঁরা। সকলে তাই ভেবেছেন, অনস্ক্রিনের মতো অফস্ক্রিনেও তাঁরা বুঝি কাপল। অনুষার সোশ্যাল মিডিয়া পোস্টেও যে তাঁর প্রসঙ্গ উঠেছে সেটাও নজর এড়ায়নি অভিনেতার।

আরো পড়ুন : ‘রানীমা’র প্রত্যাবর্তন, লম্বা বিরতি শেষে নতুন সিরিয়ালে দিতিপ্রিয়া! কোন চ্যানেলে জানেন?

প্রথম প্রেম কবে আসে?

ঋতব্রত (Ritabrata Mukherjee) স্পষ্টই বলেন, অনুষা এবং তিনি শুধুই ভালো বন্ধু। অনুষা নিজের মতো সম্পর্কে রয়েছেন। তিনি নিজেও একসময় প্রেম করতেন। এরপরেই ঋতব্রত (Ritabrata Mukherjee) জানান, স্কুলে ৮-৯ এ পড়ার সময় তাঁর জীবনে আসে প্রথম প্রেম। সেটাই তাঁর জীবনে একমাত্র ঠিকঠাক সম্পর্ক ছিল বলে জানান ঋতব্রত। কিন্তু কলেজে উঠতেই তা ভেঙে যায়।

Ritabrata Mukherjee

কিন্তু কে ছিলেন ঋতব্রতর প্রথম প্রেমিকা? উল্লেখ্য, ২০১৮ সালে ঋতব্রতর জন্মদিনে মেঘলা দাশগুপ্ত একটি আদুরে ছবি শেয়ার করেছিলেন। সেখানে তাঁদের বাবা মাকেও দেখা গিয়েছিল, দুজনকে নিয়ে কমেন্ট করতে। কিন্তু স্কুল শেষের পর আলাদা আলাদা কলেজে ভর্তি হন তাঁরা। যদিও এ বিষয়ে কখনোই কোনো মন্তব্য করেননি দুজনের কেউই।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর