বাংলাহান্ট ডেস্ক: সারা বিশ্বে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে মারাত্মক করোনা ভাইরাস। একের পর এক দেশ গ্রাসে চলে যাচ্ছে এই ভয়ংকর ভাইরাসের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেল্থ অরগানাইজেশন ইতিমধ্যেই ‘মহামারি’ ঘোষনা করেছে এই বিপর্যয়কে। চিন, ইতালি, ইরান পেরিয়ে ভারতেও হানা দিয়েছে প্রাণঘাতী করোনা। আর তার ভয়াবহতা থেকে বাঁচতে আঁটঘাট বেঁধে তৈরি কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলি।
সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী ঘোষনা করেছেন আগামী ১৪ এপ্রিল পর্যন্ত পুরো দেশেই মানা হবে লকডাউন। বাইরে বেরোনোয় কঠোর নিষেধাজ্ঞা জারি হয়েছে। এই অবস্থায় সকলেই রয়েছেন গৃহবন্দি। ব্যতিক্রম নন তারকারাও। বলিউড থেকে টলিউড সব তারকারাই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এমনিতে ব্যস্ত শিডিউলের ফাঁকে সময় বের করা খুবই কঠিন তাদের জন্য। তাই এই ২১ দিন পরিবার ও পছন্দের মানুষটার সঙ্গে সময় কাটাতে পিছপা হচ্ছেন না কেউই।
পরিবারের সঙ্গে নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন সকলে। কিন্তু রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডিসুজার বাড়িতে দেখা গেল সম্পূর্ণ অন্য দৃশ্য। মাথার ঘাম পায়ে ফেলে বাসন মাজছেন রিতেশ। অপরদিকে সারা বাড়ির বাসন নিয়ে এসে জড়ো করেছেন জেনেলিয়া। এইসবই তাঁর স্বামীকেই মাজতে হবে। একটু বেগড়বাই দেখলেই বেলুন হাতে নিয়ে মারার ভয় দেখাচ্ছেন অভিনেত্রী। এদিকে রিতেশের অবস্থাও সঙ্গীন। তবে তিনি যে সুযোগ পেলেই দেখে নেবেন স্ত্রীকে সেটাও বলে দিয়েছেন।
https://www.instagram.com/p/B-ekWB9jX5o/?igshid=1obh6tufy42ol
নিজের ইনস্টা হ্যান্ডেলে এই ভিডিও শেয়ার করেছেন রিতেশ দেশমুখ। আসলে পুরো ভিডিওটাই মজা করেই করেছেন রিতেশ জেনেলিয়া। বাড়িতে বসে যাতে বিরক্তি না চলে আসে তাই মাঝে মাঝেই এমন মজার ভিডিও শেয়ার করছেন তারকারা। আর সেইসব ভিডিও দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা। রিতেশ ও জেনেলিয়ার এই ভিডিওটিও ভাইরাল হয়ে গিয়েছে।