বাবা মুখ‍্যমন্ত্রীর গদিতে থাকাকালীন ছেলে অভিনয় করেছে সেক্স কমেডিতে! ‘কোনো লজ্জা নেই’: রিতেশ দেশমুখ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অনেকদিন ধরে বলিউডের অংশ‌ রিতেশ দেশমুখ (Riteish Deshmukh)। নয় নয় করে অভিনয় করে ফেলেছেন ৫০ এরও বেশি ছবিতে। জনপ্রিয়তা থাকলেও সেই অর্থে প্রথম সারির তারকা হয়ে উঠতে পারেননি তিনি। বরং বেশ কয়েকটি সেক্স কমেডি ছবিতে অভিনয় করায় প্রথম সারি থেকে একটু তফাতেই রাখা হয় তাঁকে। তবে তা নিয়ে কোনো আফশোস নেই রিতেশের। বাবা মুখ‍্যমন্ত্রী হওয়া সত্ত্বেও ওই ধরণের ছবিগুলির জন‍্য হ‍্যাঁ বলেছিলেন তিনি।

জানিয়ে রাখি, রিতেশ হলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ‍্যমন্ত্রী প্রয়াত বিলাসরাও দেশমুখের ছেলে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, তাঁর বাবা যখন মুখ‍্যমন্ত্রীর আসনে ছিলেন তখনো তিনি সেক্স কমেডিগুলিতে অভিনয় করেছিলেন।


রিতেশের কথায়, “আমি একমাত্র অভিনেতা যে চার পাঁচটা সেক্স কমেডি ছবিতে অভিনয় করেছে আর এতে আমার কোনো লজ্জা নেই। একটা সময় পর, এটা শুধু কাজের প্রস্তাব ছাড়া আর কিছুই নয়। আমি কখনোই ভাবিনি যে আমার ছেলে ভবিষ‍্যতে কী ভাববে। আমি যখন ছবিগুলো করেছিলাম, আমার বাবা তখন মহারাষ্ট্রের মুখ‍্যমন্ত্রী ছিলেন। আমি নিজেই ওই সিদ্ধান্তটা নিয়েছিলাম।”

তিনি আরো বলেন, তাঁর বাবা মা কোনোদিনই নিজেদের ইচ্ছা তাঁর ঘাড়ে চাপিয়ে দেননি। কী করবে আর কী না করবে এসব কোনোদিন বলেননি। আর যদি প্রশ্ন ওঠে যে তাঁর সন্তানরা ছবিগুলো কীভাবে দেখবে, সেক্ষেত্রে রিতেশের বক্তব‍্য তাঁর ছেলেরা জানেই না তাঁর কাজ সম্পর্কে।

দুই ছেলের বাবা রিতেশ‌। কিন্তু তাঁরা জানেই না যে তিনি একজন অভিনেতা। রিতেশ বলেন, দুই ছেলেকে তাদের স্কুলের বন্ধুরা জানিয়েছে যে তাদের বাবা একজন তারকা। রিতেশ বলেন, “খ‍্যাতি তো সাময়িক। যেটাকে খ‍্যাতি ভাবছেন সেটা হয়তো স্রেফ ভ্রম। আমার ছেলেরা বুঝেই পায়না কেন সবাই আমার সঙ্গে ছবি তুলতে চায়।”

সম্পর্কিত খবর

X