নারী ক্ষমতায়নের কাণ্ডারী, বাংলা চলচ্চিত্রে নতুন অধ্যায়ের সূচনা ‘বেলা’ ঋতুপর্ণার হাত ধরে

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বাংলা চলচ্চিত্র জগতে ঝড় তুলেছে ‘বেলা’। অনিলাভ চট্টোপাধ্যায়ের পরিচালনায় ছবিতে একজন সাদামাটা অথচ দীপ্তিময়ী নারীর ভূমিকায় ধরা দিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। ‘নারী ক্ষমতায়ন’, ‘নারীর সমানাধিকার’, এই শব্দগুলি এখন আকছার শুনতে পাওয়া যায়। কিন্তু যখন এই শব্দগুলি তেমন পরিচিত ছিল না সমাজে, সেই সময়কার গল্প বলতে এসেছে ‘বেলা’।

বাংলা ছবিতে ‘বেলা’ ঋতুপর্ণার (Rituparna Sengupta) জয়জয়কার

কে এই বেলা দে, যাঁর চরিত্র পর্দায় ফুটিয়ে তুলেছেন ঋতুপর্ণা (Rituparna Sengupta)? বাঙালির ইতিহাস বলছে, তিনি ছিলেন আকাশবাণীর কর্মী এবং অত্যন্ত জনপ্রিয় লেখিকা। বাঙালির ইতিহাসে তিনি এক উজ্জ্বল চরিত্র। রান্নার বই লিখে আকাশছোঁয়া খ্যাতি পেয়েছিলেন তিনি। আকাশবাণীতে তাঁর ‘মহিলা মহল’ও প্রভূত জনপ্রিয়তা পেয়েছিল সে সময়। স্বাধীনতার পরবর্তী সময়ে যখন নারীদের অধিকার নিয়ে তেমন চর্চা হত না, তখন একাধারে রেডিও উপস্থাপিকা, লেখিকা, কখনও বা কার্টুনিস্ট হিসেবে বাংলা এবং বাঙালি নারীর ঐতিহ্যকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন বেলা দে। তাঁর জীবনী চিত্রই তুলে ধরেছেন পরিচালক।

Rituparna Sengupta bela movie gaining praise

স্বাধীনতা পরবর্তী সময়ের দীপ্তিময়ী নারী: রেডিও জকি বা ফুড ব্লগারের মতো পেশা এখনকার প্রজন্মের কাছে অতি জনপ্রিয়। কিন্তু স্বাধীনতার পরবর্তী সময়ে যখন এই শব্দগুলি তেমন পরিচিতই ছিল না কারোর কাছে তখন এই পেশাগুলিই বেছে নিয়েছিলেন বেলা। বাঙালি মহিলাদের অধিকার পাওয়ার লড়াইয়ের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করে দিয়েছিলেন। কিন্তু এই চরিত্রে ঋতুপর্ণাকেই (Rituparna Sengupta) কেন বেছে নিলেন পরিচালক অনিলাভ?

আরও পড়ুন :  মুক্তির একদিন আগেও অব্যাহত বিতর্ক, সেন্সরের কোপে পেছোলো ‘দ্য বেঙ্গল ফাইলস’এর রিলিজ!

কেন বাছলেন ঋতুপর্ণাকে: সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে পরিচালক বলেন, চিত্রনাট্য আগে থেকেই তৈরি ছিল। টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম শক্তিশালী এবং দাপুটে অভিনেত্রী ঋতুপর্ণা (Rituparna Sengupta)। বেলা দে এর চরিত্র তাঁর তাঁর থেকে ভালো আর কেউ ফুটিয়ে তুলতে পারবে না বলেই মনে হয়েছিল পরিচালকের। উল্লেখ্য, ছবির অনেকটা অংশ জুড়ে রয়েছে রান্নাবান্নার বিষয়ও। ঋতুপর্ণা নিজেও জানিয়েছিলেন, বাস্তব জীবনে তিনিও রান্না করতে ভালোবাসেন।

আরও পড়ুন : সোশ্যাল মিডিয়ায় পরিচয়, শৌচালয়ে ধর্ষণ মহিলাকে! গ্রেফতার জনপ্রিয় সিরিয়াল অভিনেতা

গত ২৯ শে অগাস্ট মুক্তি পেয়েছে ‘বেলা’। প্রথম থেকেই চর্চায় রয়েছে ছবিটি। বেলার স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন খোদ বলিউড অভিনেতা অনুপম খের। ভিন্নধারার গল্প প্রশংসা পাচ্ছে দর্শকদেরও।