বাংলাহান্ট ডেস্ক: সিঙ্গাপুরে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের (migrant workers) সাহায্যার্থে এবার এগিয়ে এলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (rituparna sengupta)। সিঙ্গাপুর সরকার (singapore government) ও স্বেচ্ছাসেবী দর্পণের যৌথ উদ্যোগে সামিল হয়েছেন তিনি। লকডাউনে সেখানে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের মনোবল বৃদ্ধি করতে, তাদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।
সিঙ্গাপুর সরকারের সঙ্গে মিলিত ভাবে ‘আমার তোমার, সবার কথা (Our Stories Your Stories)’ নামে এই বিশেষ উদ্যোগে যোগ দিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা দর্পণ। এখানে নিজের গলায় গান, গল্প, কবিতা শোনাবেন তারকারা। পুরো বিষয়টাই হবে অনলাইনে।
ঋতুপর্ণার পাশাপাশি এই উদ্যোগে যোগ দিয়েছেন এপার বাংলা ওপার বাংলার বেশ কয়েকজন তারকা। তার মধ্যে রয়েছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, লোপামুদ্রা মিত্র, ওপার বাংলার পরিচালক মোস্তফা সারয়ার ফারুকি, অভিনেতা ফিরদৌস আহমেদ সহ আরও অনেকে। গোটা বিষয়টার পরিচালনার দায়িত্বে রয়েছেন সার্থক দাশগুপ্ত।
এই মুহূর্তে পরিবারের সঙ্গে সিঙ্গাপুরেই রয়েছেন ঋতুপর্ণা। এই প্রসঙ্গে তিনি জানান, দর্পণ ঔ সিঙ্গাপু্র সরকারের তরফে এই প্রস্তাব আসে তাঁর কাছে। এই কঠিন পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানোটা খুবই ভাল উদ্যোগ। এমন একটা উদ্যোগের জন্য সিঙ্গাপুর সরকার ও উদ্যোক্তা সংস্থাকেও ধন্যবাদ জানান তিনি।
প্রসঙ্গত, জানা গিয়েছে সিঙ্গাপুরে কয়েক লক্ষ ভারতীয় ও বাংলাদেশি পরিযায়ী শ্রমিকদের আটক হয়ে রয়েছেন। তবে তাদের যথেষ্ট সাহায্যও সিঙ্গাপুর সরকার করছে বলে জানা গিয়েছে। উপরন্তু দর্পণের উদ্যোগে বিনামূল্যে নেট পরিষেবারও ব্যবস্থা করা হয়েছে।