‘৫১ বছর বয়সেও নায়িকা….’, ঋতুপর্ণার বিকিনি পরা ছবিতে এ কী বলে ফেললেন শ্রাবন্তী!

বাংলা হান্ট ডেস্ক : নব্বইয়ের দশকের টলিউডের (Tollywood) প্রথম সারির নায়িকাদের মধ্যে নাম আসে ঋতুপর্ণা সেনগুপ্তর (Rituparna Sengupta)। কয়েক দশক পর আজও ইন্ডাস্ট্রিতে তার একই রকম আধিপত্য বজায় রয়েছে। টলিউডের পাশাপাশি এখন তো তিনি কাজ করছেন ঢালিউডেও। তবে কিছুদিন আগেই ঢাকা (Dhaka) থেকে একটা খারাপ অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন তিনি।

যাইহোক, এইমুহুর্তে গোটা তিলোত্তমা নগরী জুড়ে বৃষ্টির ছায়া। চারিদিকে একটা শীতলতার পরশ। আর তার মাঝেই তাপমাত্রা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন ঋতুপর্ণা। সম্প্রতি নিজের বিকিনি পরা ছবি পোস্ট করে ঘুম উড়িয়েছেন দুই বাংলার মানুষের। এমন নয় যে, এটাই তার প্রথম বিকিনি পরিহিত ছবি। তবে সম্প্রতি ওপার বাংলায় যে রকম খারাপ কথা তিনি শুনেছেন সেই হিসেবে এটাকে প্রতুত্যর বলেই মনে করছে নেটিজনরা।

আসলে কিছুদিন আগেই ওপার বাংলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের বয়স নিয়ে উড়ে এসেছিল কটাক্ষ। নন্য মামুনের ‘স্পর্শ’ ছবির শ্যুটিংয়ে ঢাকায় পৌঁছাতেই তার দিকে উড়ে আসে তীর্যক মন্তব্য। এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করে বসেন, ৫২ বছর বয়সেও আপনি একজন নায়িকা…’। আর এতেই চটে যান নায়িকা।

আরও পড়ুন : প্রিয়জনকে হারিয়ে শোকাহত প্রীতি জিন্টা, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট দেখে চোখে জল ভক্তদের

জবাবে ঋতুপর্ণা বলেন, ‘বয়স বলাটা কী খুব দরকার। আর ওই বয়সটা আমার হয়নি এখনও যেটা বলছেন। আমি হচ্ছি এভারগ্রিন’। ঋতুপর্ণার স্পষ্ট জবাব, ‘নায়িকার বয়স কখনও বলতে নেই, আর পুরুষের স্যালারি কখনও বলতে নেই’। আর তার কিছুদিন যেতে না যেতেই সমালোচকদের যোগ্য জবাব তার। বিকিনিতে পোস্ট করলেন একাধিক ছবি।

আরও পড়ুন : শোভন-বৈশাখী অতীত, এবার বাজার গরম করতে আসরে কাঞ্চন-শ্রীময়ী, জুটির কাণ্ড দেখে ‘থ” নেটিজেনরা

 

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “দত্তা মুক্তির আগে নিজের সঙ্গে কাটানো কিছু সময়।” ছবিতে লাভ রিয়েক্ট দিয়ে কমেন্ট করেছেন শ্রাবন্তী। আগুনের ইমোজি পাঠিয়ে বুঝিয়ে দিয়েছেন আজও হট ঋতুপর্ণা। যদিও এখানেও যে নেতিবাচক মন্তব্য আসেনি এমনটা নয়। তবে ঋতুপর্ণার সেসবে থোড়াই কেয়ার। তিনি তো বাঁচেন নিজের শর্তে।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর