বাংলাহান্ট ডেস্ক: সিঙ্গাপুরেই বান্ধবীদের সঙ্গে বিজয়া দশমীর সিঁদুর খেলায় মাতলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (rituparna sengupta)। বাংলায় থাকতে না পারলেও বিদেশেই এক টুকরো বাংলার পুজোর অনুভূতি নিয়ে আসলেন তিনি। ঋতুপর্ণার সেই সব ছবি (photo) তুমুল ভাইরাল (viral) নেটদুনিয়ায়।
এদিন অভিনেত্রীকে দেখা গেল লাল পাড় সাদা শাড়িতে। সঙ্গে ম্যাচ করে মুখে পড়েছিলেন লাল ও সোনালি মাস্ক ও গয়না। বান্ধবীদের সঙ্গে বিজয়া দশমীতে চুটিয়ে সিঁদুর খেললেন ঋতুপর্ণা। সেই সঙ্গে চলল মিষ্টি মুখ। ছিল পেটপুজোর এলাহি আয়োজনও।
লকডাউন শুরু হওয়ার আগে থেকেই সপরিবারে সিঙ্গাপুরে রয়েছেন লকডাউন শুরু হওয়ার আগে থেকেই সপরিবারে সিঙ্গাপুরে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। লকডাউন শুরু হয়ে যাওয়ায় সেখানেই আটকে পড়েছেন অভিনেত্রী। তবে নিজের দেশে না থাকলেও অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ঠিকই যোগাযোগ বজায় রেখেছেন তিনি।
লকডাউনের দীর্ঘ সময়টা নষ্ট হতে দেননি ঋতুপর্ণা। সোশ্যাল মিডিয়ায় একের পর এক কিছু না কিছু শেয়ার করে সবসময় সক্রিয় থেকেছেন তিনি। কখনো নাচ, কখনো কবিতা পাঠের আসর বসিয়ে অনুরাগীদের মাতিয়ে রেখেছেন তিনি।
প্রসঙ্গত, নব্বইয়ের দশক থেকে এখনও পর্যন্ত প্রায় ১০০ র বেশি ছবিতে অভিনয় করে ফেলেছেন ঋতুপর্ণা। শুধুমাত্র বাংলা নয়, তাঁর ছবির তালিকায় রয়েছে হিন্দি, তেলুগুর মতো ছবিও। এখন খুব একটা বড়পর্দায় তাঁকে দেখা না গেলেও যখন যে ছবি করেন সেই ছবিই বেশ হিট হয় বক্স অফিসে।