বাংলাহান্ট ডেস্ক: চর্চায় এখন নতুন সংসদ ভবনের অশোক স্তম্ভ (Ashok Stambh)। পুরনো স্তম্ভের তুলনায় নতুন স্তম্ভের সিংহগুলি নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। নতুন স্তম্ভের সিংহগুগুলিকে হিংস্র রূপে দেখানো হয়েছে বলে উঠছে অভিযোগ। উঠেছে জাতীয় প্রতীককে বিকৃত করার অভিযোগও। এবার পরোক্ষে নতুন অশোক স্তম্ভ বিতর্ক নিয়ে মন্তব্য করলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী (Ritwik Chakraborty)।
সোশ্যাল মিডিয়ার দেওয়ালে নিজের মতামত প্রকাশ করেছেন ঋত্বিক। তবে এক লাইনের মধ্যে লুকিয়ে থাকা শ্লেষ বুঝতে অসুবিধা হওয়ার কারণ নেই। অশোক স্তম্ভের কথা উচ্চারণ না করেই তিনি লিখেছেন, ‘সিংঘম টার হাঁ করা মুখে পরিমাণ মতো লালা থাকলে বেশ লাগত।’ নতুন অশোক স্তম্ভের সিংহগুলিকেই যে ঋত্বিক ‘সিংঘম’ বলে কৌতুক করেছেন তা স্পষ্টই বোঝা যাচ্ছে বলে দাবি নেটনাগরিকদের অনেকেরই।
গত সোমবার নতুন সংসদ ভবনে বিরাট ব্রোঞ্জের অশোক স্তম্ভের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন অশোক স্তম্ভ নিয়েই দানা বেঁধেছে।বিতর্ক। বিরোধীদের অভিযোগ, পুরনো অশোক স্তম্ভের সিংহের সঙ্গে নতুন অশোক স্তম্ভের সিংহের মুখের বিস্তর ফারাক। নতুন অশোক স্তম্ভে সিংহের মুখ হিংস্র দেখানো হয়েছে।
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সম্প্রতি পুরনো ও নতুন অশোক স্তম্ভের দুটি ছবি পাশাপাশি রেখে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। বিরোধীদের তরফে দাবি উঠছে, জাতীয় প্রতীককে অবমাননা করেছে মোদী সরকার। যদিও এই অভিযোগকে আমল দিতে নারাজ বিজেপি শিবির। অমিত মালব্য দাবি করেছেন, নতুন অশোক স্তম্ভে অশোকের রাজধানী সারনাথের সিংহকে গ্রহণ করা হয়েছে।
অন্যদিকে শিল্পীদের দাবি, যেহেতু নতুন অশোক স্তম্ভ আকারে বিরাট তাই ছোট ছোট বৈশিষ্ট্যগুলো নজর কাড়ছে। আর তাতেই দুটো স্থাপত্যের মধ্যে পার্থক্য বড় হয়ে দেখা দিচ্ছে। আসলে সবটাই দৃষ্টিকোণের জন্য হচ্ছে বলে দাবি করেছেন তারা। সেই সঙ্গে শিল্পীরা আরো জানিয়েছেন, দুই স্থাপত্যের মধ্যে আকারের পার্থক্য থাকলেও অন্যান্য সব ক্ষেত্রেই প্রায় সম্পূর্ণ মিল রয়েছে।