মা তৃণমূলে, মেয়ে কংগ্রেসে! ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধীর সঙ্গে পা মেলালেন মুনমুন-কন‍্যা রিয়া

বাংলাহান্ট ডেস্ক: আবারো চর্চায় কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra)। সৌজন‍্যে সুচিত্রা সেনের নাতনি রিয়া সেন (Riya Sen)। বৃহস্পতিবার কংগ্রেসের পদযাত্রায় দেখা মিলল বলিউড অভিনেত্রীর। রাহুল গান্ধীর (Rahul Gandhi) সঙ্গেই ভারত জোড়ো যাত্রায় পা মেলালেন তিনি। আর তারপর থেকেই রিয়ার রাজনীতি যোগ নিয়ে জল্পনা শুরু হয়েছে।

কিছুদিন আগেই কপিরাইট লঙ্ঘনের অভিযোগ নিয়ে বিতর্কের মুখে পড়েছিল কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। কন্নড় ছবি কেজিএফ ২ এর হিন্দি সংষ্করণের একটি গান বেআইনি ভাবে ব‍্যবহার করার জন‍্য মামলা দায়ের হয়েছিল কংগ্রেসের তিন নেতার বিরুদ্ধে। এবারে ফের বিনোদন যোগ কংগ্রেসে।

Congress kgf
বৃহস্পতিবার পদযাত্রায় যোগ দিলেন রিয়া সেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর পাশে পাশেই হাঁটতে দেখা গেল তাঁকে। মাঝেমধ‍্যে কথাবার্তা বলতেও দেখা গেল দুজনকে। রিয়া এবং রাহুলের একসঙ্গে হাঁটা, কথা বলার একাধিক ছবি, ভিডিও ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়।

এমতাবস্থায় প্রশ্ন উঠছে, মা মুনমুন সেনের মতো রিয়াও কি রাজনীতিতে যোগ দিতে চলেছেন? মুনমুন তৃণমূলের প্রাক্তন সাংসদ। গত লোকসভা নির্বাচনে আসানসোলে তৎকালীন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র কাছে হেরে যান তিনি। মুনমুনের সঙ্গে একাধিক বার তৃণমূলের প্রচারে দেখা গিয়েছে রিয়াকে। কিন্তু ঘাসফুলের বদলে হাত চিহ্নের সঙ্গে তাঁর ওঠাবসা জল্পনা আরো বাড়িয়ে দিয়েছে।

যদিও বিষয়টা নিয়ে কোনো মন্তব‍্য করেননি রিয়া। শোনা যাচ্ছে, কংগ্রেসের সঙ্গে ব‍্যক্তিগত চেনা পরিচিতির জন‍্যই এই পদযাত্রায় অংশ নেন তিনি। রাজনীতিতে কেরিয়ার বানানো নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব‍্য করেননি রিয়া। উল্লেখ‍্য, এর আগে কংগ্রেসের পদযাত্রায় দেখা গিয়েছিল অভিনেত্রী পূজা ভাটকেও।

প্রসঙ্গত, ১৯৯৮ তে ফাল্গুনী পাঠকের মিউজিক ভিডিও ইয়াদ পিয়া কি আনে লাগি তে প্রথম কাজ করেন রিয়া। তারপর একে একে তামিল ছবি তাজমহল, ঝঙ্কার বিটস, হেই বেবি, আপনা সপনা মানি মানি সহ বেশ কয়েকটি হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি। বাংলাতেও নৌকাডুবি, জাতিস্মরের মতো ছবিতে দেখা গিয়েছে তাঁকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর