ফের ব্যর্থ কোহলি! রিয়ান পরাগ এবং কুলদীপ সেনের দুরন্ত পারফরম্যান্সে বড় জয় পেল রাজস্থান

বাংলা হান্ট নিউজ ডেস্ক: টানা দ্বিতীয় ম্যাচে ব্যাটিং বিপর্যয়, টানা তৃতীয় ম্যাচে ব্যর্থ বিরাট কোহলি, টানা দুই ম্যাচে হারলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। জস বাটলার, যুজবেন্দ্র চাহালের বিশ্বমানের পারফরম্যান্স ছাড়াই ম্যাচ জিতলো রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করতে নেমে ১৪৪ রান বোর্ডে তোলে রাজস্থান। জবাবে মাত্র ১১৫ রানে অলআউট হয়ে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

প্রথমে ব্যাট করতে নেমে আজ বাটলারকে দ্রুত হারাতে হয়েছিল রাজস্থানকে। বড় রান করতে পারেননি অপর ওপেনার দেবদত্ত পাডিকল-ও। অশ্বিনকে ৩ নম্বরে পাঠিয়ে একটা ফাটকা খেলার চেষ্টা করেছিলেন সঞ্জু স্যামসন। খুব বড় রান না পেলেও ব্যাট হাতে ৯ বলে ১৭ রান করে যান রবি অশ্বিন। টপ অর্ডার যা রাজস্থান রয়্যালসের চলতি আইপিএলে মূল চালিকাশক্তি তা আজ ব্যর্থ হয়।

এরপর মিডল অর্ডারে সঞ্জু স্যামসন, ড্যারেল মিচেলরা রাজস্থানের ইনিংসকে সামলানোর চেষ্টা করেন। কিন্তু তারা খুব দ্রুত বা খুব বড় ইনিংস খেলতে পারেননি। ২৪ বলে ১৬ রানের ধীরগতির ইনিংস খেলে আউট হন মিচেল। অধিনায়ক সঞ্জু স্যামসন করেন ২১ বলে ২৭ রান। কিন্তু এরপর রাজস্থানের ত্রাতা হয়ে অবতীর্ণ হন রিয়ান পরাগ। দুর্দান্ত ব্যাটিং করে রাজস্থানের স্কোরবোর্ডকে ভদ্রস্থ জায়গায় নিয়ে যান তিনি। ৩১ বলে ৩টি চার ও ৪টি ছক্কা সহ ৫৬ রান করে অপরাজিত থেকে দলকে ১৪৪ রানে পৌঁছে দেন রাজস্থানকে। দুর্দান্ত বোলিং করে জস হ্যাজেলউড, মহম্মদ সিরাজ, ওয়ারিন্দু হাসারাঙ্গা তিনটি করে উইকেট নেন।

রান তাড়া করতে নেমে আরও একবার হতাশ করলেন বিরাট কোহলি। প্রসিদ্ধ কৃষ্ণার বলে ১০ বলে ৯ রান করে আউট হন তিনি। ফ্যাফ দু প্লেসিস (২৩) এবং আজ অনুজ রাওয়াতের জায়গায় দলে রজত পতিদার (১৬) ছাড়া আর কোনও ব্যাটারই ভদ্রস্থ গতিতে স্কোর করতে পারেননি। ১৩ বলে ১৮ রান করে শেষদিকে একটা মরিয়া চেষ্টা করেছিলেন হাসারাঙ্গা। কিন্তু তা যথেষ্ট ছিল না। শেষপর্যন্ত ২৯ রানের ব্যবধানে হারতে হয় আরসিবিকে। দুরন্ত বোলিং করে কুলদীপ সেন ৩ ওভারে ২০ রান দিয়ে ৪ উইকেট নেন। ৩ উইকেট নেন রবি অশ্বিন।


Reetabrata Deb

সম্পর্কিত খবর