ফের বিহার! এবার তেজস্বীর সভা থেকে প্রধানমন্ত্রীর মা-কে গালিগালাজ, কড়া প্রতিক্রিয়া বিজেপির

Published on:

Published on:

RJD insulted PM's mother, Tejashwi Yadav kept silence.

বাংলাহান্ট ডেস্ক: রাহুলের পর এবার প্রধানমন্ত্রীর মাকে কটাক্ষ তেজস্বীর সভায় (Tejashwi Yadav)। বিহার (Bihar) বিধানসভা ভোটের আগে ফের একবার রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মা হীরাবেন মোদিকে (Heeraben Modi) ঘিরে। ফের অশ্রাব্য গালিগালাজ করা হয়েছে তাঁকে। আর এবার সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। বিজেপির অভিযোগ, তেজস্বীর সভা থেকে আরজেডি কর্মীরা প্রধানমন্ত্রীর মা-কে নিয়ে গালিগালাজ করেছেন এবং সেখানে উপস্থিত থেকেও তেজস্বী প্রতিবাদ না করে উল্টে কর্মীদের উৎসাহিত করেছেন। এই অভিযোগ ঘিরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

প্রধানমন্ত্রীর মাকে নিয়ে কুকথা  তেজস্বীর (Tejashwi Yadav)

বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাঁর দাবি অনুযায়ী দেখা যাচ্ছে তেজস্বীর (Tejashwi Yadav) সভায় আরজেডি সমর্থকরা হীরাবেন মোদিকে নিয়ে অশ্রাব্য মন্তব্য করছেন। সম্রাটের অভিযোগ, তেজস্বী যাদব সেই মুহূর্তে উপস্থিত থেকেও কোনো আপত্তি জানাননি। বরং হাততালি দিয়ে এবং হাসিমুখে পরিস্থিতিকে উৎসাহিত করেছেন। এই ভিডিও প্রকাশ্যে আসতেই বিজেপি নেতৃত্ব তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

আরও পড়ুন:শুরু হচ্ছে Amazon-Flipkart-এ দুর্ধর্ষ সেল! এই ১০ টি উপায়ে কম খরচে করুন জমিয়ে কেনাকাটা

বিজেপির একাধিক নেতা ইতিমধ্যেই ভিডিওটি রিপোস্ট করে তেজস্বী যাদবকে (Tejashwi Yadav) আক্রমণ করেছেন। কেউ তাঁকে পুরাণের খল চরিত্র কৃষ্ণের মামা কংসের সঙ্গে তুলনা করেছেন, আবার কেউ তুলনা করেছেন কালিয়ানাগের সঙ্গে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, “তেজস্বী কালিয়ানাগের মতো বিষ ছড়াচ্ছে। কংসের পরিণতি যেমন হয়েছিল, বিহারের মানুষ ভোটের মাধ্যমে তেমনই জবাব দেবে।”

এর আগে রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রা চলাকালীনও প্রধানমন্ত্রীর মাকে নিয়ে গালিগালাজ করার অভিযোগ উঠেছিল। যদিও সেবার সভাস্থলে কংগ্রেসের কোনো নেতৃত্বস্থানীয় ব্যক্তি ছিলেন না। কিন্তু এবারের ঘটনায় অভিযোগ উঠছে, তেজস্বী যাদব (Tejashwi Yadav) নিজে সামনাসামনি উপস্থিত থেকেও অশালীন মন্তব্যকে সমর্থন করেছেন। বিজেপির দাবি, এর মাধ্যমে আরজেডি রাজনৈতিক সৌজন্য ভেঙে ফেলেছে।

 RJD insulted PM's mother, Tejashwi Yadav kept silence.

আরও পড়ুন: চলে এল উৎসবের মরশুম! মহালয়ার দিন সোনা-রুপোর দাম বাড়ল না কমল? জানুন লেটেস্ট রেট

রাজনৈতিক মহলের ধারণা, এই ঘটনাকে বিজেপি বড় ইস্যু করেই তুলবে। কারণ এর আগেও তেজস্বীর (Tejashwi Yadav) মতো একই প্রসঙ্গকে কেন্দ্র করে বিহারে বনধের ডাক দিয়েছিল গেরুয়া শিবির। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রকাশ্যে বলেছিলেন, “আমার মা-কে যারা গালি দিয়েছে তাদের আমি ক্ষমা করে দিলেও বিহার কখনও ক্ষমা করবে না।” ফলে ভোটের আগে এই বিতর্ক বিজেপিকে আবারও রাজনৈতিক সুবিধা এনে দিতে পারে বলেই মনে করছে বিশেষজ্ঞরা।

তবে আরজেডি এই অভিযোগকে ষড়যন্ত্র বলে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, সভায় যারা প্রধানমন্ত্রীর মা-কে নিয়ে অশালীন মন্তব্য করেছে, তাদের সঙ্গে দলের বা তেজস্বী তেজস্বী যাদবের (Tejashwi Yadav) কোনো সম্পর্ক নেই। আরজেডি নেতাদের মতে, বিজেপি রাজনৈতিক মাইলেজ পেতেই এই ঘটনার পিছনে নোংরা খেলা খেলছে। তবে অভিযোগ–প্রতি আপত্তির জেরে বিহারের রাজনৈতিক আবহ যে আরও গরম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।