ছুরি হাতে ব্যাঙ্কে ঢুকেছিল ডাকাত, কাঁচি দিয়েই মহিলা ম্যানেজার করলেন শায়েস্তা! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দিন দিন বৃদ্ধি পাচ্ছে চুরি এবং ডাকাতির সংখ্যা। দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় প্রতিদিনই এই ধরণের প্রসঙ্গ উঠে আসছে খবরের শিরোনামে। যেগুলির মধ্যে কিছু কিছু ক্ষেত্রে অপরাধীদের শনাক্ত করা গেলেও কিছু ক্ষেত্রে আবার অপরাধীদের খুঁজতে কালঘাম ছুটে যায় পুলিশের। তবে, এবার একটি অবাক করা ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা গিয়েছে, ব্যাঙ্কে লুঠ করতে এসে দারুণভাবে শায়েস্তা হল এক ডাকাত। শুধু তাই নয়, সেই সংক্রান্ত ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল (Viral) হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)।

মূলত, রাজস্থানের শ্রীগঙ্গানগরে ওই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। যেখানে একটি ব্যাঙ্কে ছুরি হাতে হঠাৎই এক ডাকাত প্রবেশ করে। এমতাবস্থায়, তাকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন সেখানে উপস্থিত সবাই। এমনকি, ছুরি হাতেই ব্যাঙ্কের ভেতরে চতুর্দিকে ঘোরাঘুরি করতে থাকে ওই ডাকাতটি। তার মুখটি পুরোপুরি ভাবে ঢাকা ছিল। যদিও, তারপরেই ওই ব্যাঙ্কের মহিলা ম্যানেজারের ভূমিকা সবাইকে অবাক করে দেয়।

তিনি কাঁচি হাতেই প্রবল সাহসের সাথে ওই ডাকাতকে প্রতিহত করেন। এমনকি, তার সাথে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন তিনি। তবে, ওই ব্যাঙ্ক ম্যানেজারের এহেন সাহসী পদক্ষেপের ফলে বাকিরাও তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেন। এমতাবস্থায়, একটা সময়ে ওই ডাকাত অবস্থা বেগতিক বুঝে সেখান থেকে পালানোর চেষ্টা করে।

যদিও, ব্যাঙ্ক কর্মচারীদের তৎপরতা ও সাহসিকতার কারণে ধরা পড়ে যায় ওই ব্যক্তি। পাশাপাশি, পুলিশ তাকে আটক করেছে বলেও জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে শ্রীগঙ্গানগরের মীরা চক মার্গে অবস্থিত আরএমজিবি ব্যাঙ্কে। সেখানে গত শনিবার সন্ধ্যে নাগাদ এক ব্যক্তি ডাকাতির চেষ্টা করে।

সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়ে গিয়েছে ইন্টারনেটে: জানা গিয়েছে ওই ব্যাঙ্কের ব্রাঞ্চ ম্যানেজার পুনম গুপ্তা ড্রায়ার থেকে কাঁচি বের করে সেটিকে সম্বল করেই ওই ডাকাতের সাথে লড়াই চালিয়ে যান। আর এই ঘটনাটিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি, ভিডিওটিতে পাল্লা দিয়ে বাড়ছে দর্শকসংখ্যাও। এছাড়াও ভিডিওটি দেখে ওই মহিলা ম্যানেজারের সাহসকে কুর্ণিশ জানিয়েছেন সকলে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর