‘মোদী এসব কংগ্রেসের দেখে শিখেছেন!’ G20-র সাফল্যে গান্ধী পরিবারকে কৃতিত্ব দিলেন রবার্ট বঢরা

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি ভারতে অনুষ্ঠিত হওয়া জি-২০ (G-20 Summit) শীর্ষ সম্মেলনের সাফল্যের কৃতিত্ব কংগ্রেসকে দিলেন প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরা (Rovert Vadra)। জি-২০ সম্মেলনে আসা অতিথিদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘একটি গর্বিত মুহূর্ত।’ তবে এর সব কৃতিত্বই কংগ্রেস তথা গান্ধী পরিবারকেই (Gandhi Family) দিয়েছেন তিনি। এমনকী, মোদী সরকার এসব কংগ্রেসের থেকেই শিখেছে বলে মন্তব্য করেন তিনি।

জি-২০ সম্মেলনের সাফল্য নিয়ে রবার্ট বলেন, ‘আমার মনে আছে ইন্দিরা গান্ধী (Indira Gandhi) এই ধরনের অনুষ্ঠান আয়োজনে ভূমিকা রেখেছিলেন এবং প্রিয়াঙ্কার পরিবার (Priyanka Gandhi) এবং গান্ধী পরিবার আমাদের দেশে আন্তর্জাতিক সমর্থন আনার জন্য সর্বদা অনেক কিছু করেছে এবং আমার বিশ্বাস তা আগামী দিনেও তা করে যাবে।’ তিনি আরও বলেন, ‘মোদি সরকার ইন্দিরা গান্ধী, গান্ধী পরিবার এবং কংগ্রেসের কাছ থেকে শিখেছে। কংগ্রেস (Congress) আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক সমর্থন এনেছে, এগুলি ভুলে গেলে চলবে না।’

congress g 20

জি-২০ সম্মেলনকে ‘কূটনৈতিক জয়’ বলে মন্তব্য করেছিলেন কংগ্রেস নেতা শশী থারুর (Shashi Tharoor) তিনি বলেছিলেন, ‘এটা ভারতের একটি কৃতিত্ব অর্জন।’ প্রিয়াঙ্কার স্বামীও জি-২০ নিয়ে করা শশী থারুরের বক্তব্যে সমর্থন জানিয়েছেন। রবার্ট বলেন, ‘আমি নিশ্চিত ভবিষ্যতেও দেশে এরকম আরও অনেক ঘটনা ঘটবে। আমার পরিবার গর্বিত ভারতীয় হিসেবে আন্তর্জাতিকভাবে সমস্ত প্রতিনিধি এবং সাধারণ মানুষকে সমর্থন করার জন্য সর্বদা রয়েছে।’

এদিকে ইন্ডিয়া এবং ভারত বিতর্ক ধীরে ধীরে জোড়ালো হচ্ছে। সেই নিয়ে রবার্ট বঢরা বলেন, ‘বিজেপি (BJP) নেতৃত্বাধীন সরকার দেশের নাম পরিবর্তন করতে আগ্রহী। আমাদের নামকরণের ক্ষেত্রে সংকীর্ণ হওয়া উচিত নয়।’

Monojit

সম্পর্কিত খবর