রবিন উথাপ্পা দীর্ঘদিন ধরে ভারতীয় ক্রিকেট দলে খেলেছেন, অনেক অধিনায়কের অধিনায়কত্বে তিনি খেলেছেন ভারতীয় ক্রিকেট দলে। মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে খেলেছেন দীর্ঘদিন, রাহুল দ্রাবিড় কেও অনেক সামনে থেকে নেতৃত্ব দিতে দেখেছেন। কিন্তু এরা কেউও উথাপ্পার কাছে সেরা অধিনায়ক নন, উথাপ্পার চোখে সেরা অধিনায়ক হলেন গৌতম গম্ভীর।
গৌতম গম্ভীরের নেতৃত্বে দীর্ঘদিন কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলেছেন উথাপ্পা। 2012 এবং 2014 সালে এই গম্ভীরের হাত ধরেই আইপিএল যেতে কেকেআর। কলকাতা নাইট রাইডার্সের সেই আইপিএল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন উথাপ্পা।
উথাপ্পা জানালেন একজন ভালো অধিনায়কের অধিনয়কত্বের খেলতে যেকোনো ক্রিকেটারের ভালো লাগে। গম্ভীর হচ্ছেন তেমনই একজন অধিনায়ক যিনি মাঠের ভিতর খুব কম কথা বলেন, কিন্তু একজন ভালো অধিনায়কের মধ্যে যে যে গুণগুলো থাকা দরকার সেই সমস্তটা রয়েছে গম্ভীরের মধ্যে। গম্ভীর মাঠের মধ্যে দলকে খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারেন, তিনি জানেন কোন খেলোয়াড়ের কাছে কতটা বের করে আনা সম্ভব। সেই কারণেই উথাপ্পার পছন্দের অধিনায়কের তালিকায় সবার উপরে গম্ভীর রয়েছেন।