ভারতের সিরিজ জয় নিশ্চিত, শেষ টেস্টের আগে দল থেকে বাদ পড়ছেন ইংল্যান্ডের দুজন বিপদজনক বোলার

বাংলা হান্ট ডেস্কঃ ইংল্যান্ডের বিরুদ্ধে ৫০ বছর পর ওভালে টেস্ট জিতে নিয়ে এই মুহূর্তে ২-১ ফলাফলের সিরিজে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হওয়ার পরেও বল ব্যাট দুই ক্ষেত্রেই দুরন্ত কামব্যাক করে তারা। একদিকে যেমন রোহিত, পুজারা, পান্থদের দুরন্ত ব্যাটিংয়ে বড় স্কোর খাড়া করেছিল ভারত তেমনি অন্যদিকে বল হাতেও সুন্দর প্রদর্শন উপহার দেন বুমরা, উমেশ, জাদেজা, শার্দুলরা। যার জেরে শেষ পর্যন্ত ১৫৭ রানের ম্যাচ জিতে নেয় তারা।

তবে সিরিজ জিততে হলে যে কোন প্রকারে ম্যানচেস্টারে হার এড়াতে হবে বিরাট বাহিনীকে। তবে এবার পঞ্চম টেস্টের আগে কিছুটা সুখবর আসতে পারে ভারতের জন্য। সিরিজ জুড়ে ইংল্যান্ডের তারকা পেসার জেমস অ্যান্ডারসন এবং অলি রবিনসন যথেষ্ট সমস্যায় ফেলেছিলেন ভারতকে। কিন্তু ওয়ার্কলোডের কারণে হয়তোবা পঞ্চম টেস্টের তাদের দলের বাইরে রাখতে পারে ইংল্যান্ড। ইংল্যান্ডের সবচেয়ে বিপদজনক এই দুই বোলার গত কয়েক মাস ধরে টানা খেলে আসছেন। ওয়ার্কলোড বেড়ে গেলে সেক্ষেত্রে চোটের সম্ভাবনাও বেড়ে যাবে। আর তাই গত টেস্টের আগেই কোচ সিলভারউড বলেছিলেন, অ্যান্ডারসনের মত বর্ষিয়ান বোলারের ক্ষেত্রে খুব একটা চাপ দিতে চান না তারা, তাকে বিশ্রাম দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যদিও এ সম্পর্কে এখনও কোন আধিকারিক বয়ান আসেনি তবে এর কিছুটা আভাস দিয়েছেন অধিনায়ক রুট। সম্প্রতি সংবাদমাধ্যমের এক ইন্টারভিউতে তিনি জানিয়েছেন, “আমরা আগামী কয়েক দিনের মধ্যে অ্যান্ডারসন এবং রবিনসন সম্পর্কে সিদ্ধান্ত নেব। এই দুই দিন রিকভারির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই দুদিনই নিশ্চিত করবে তারা আগামী টেস্ট খেলতে পারবেন কিনা। এছাড়াও, আমাদের ওদের সাথে কথা বলতে হবে, ওরা ওদের শরীরকে আরও ভালভাবে জানে।”

IMG 20210909 125938

যদিও ইংল্যান্ডের জন্য সুখবর হল পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে ফের একবার দলে ফিরছেন বাটলার। মিডিল অর্ডারের এই বিধ্বংসী ব্যাটসম্যান সেভাবে ফর্মে না থাকলেও আগামী দিনে নিজের ফর্ম প্রমাণ করতে চাইবেন তিনি। বলাই বাহুল্য ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অডিশনও আর তাই সে কথা মাথায় রেখেও মরিয়া কামড় দিতে চাইবেন বাটলার। তবে অ্যান্ডারসন এবং রবিনসন না থাকলে ভারতের যে অনেকটাই সুবিধা হবে এ নিয়ে কোন সন্দেহ নেই।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর