বাংলাহান্ট ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর মন্তব্য করে গুরুতর ফাঁসলেন রোদ্দুর রায় (Roddur Roy)। মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করেছিলেন তিনি। অভিযোগ দায়ের হওয়ার পর গ্রেফতার হন রোদ্দুর। গত ৭ জুন গ্রেফতার হয়েছিলেন তিনি। এক সপ্তাহ কেটে গেল। মঙ্গলবারও ছাড়া পেলেন না বিতর্কিত ইউটিউবার।
জোড়া মামলা দায়ের হয়েছিল রোদ্দুর রায়ের বিরুদ্ধে। এদিন ব্যাঙ্কশাল কোর্টে দুটি মামলার শুনানি ছিল। প্রথমে একটি মামলার শুনানির কথা থাকলেও আদালতে রোদ্দুরের বিরুদ্ধে অপর আরো একটি মামলা ঝুলছিল। জানা যাচ্ছে, বেশ কয়েক বছর আগে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছিলেন তিনি।
সেই মামলারও শুনানি হয় আজ। একটি মামলায় রোদ্দুর রায়কে জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আর অন্য মামলায় পুলিসি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে রোদ্দুর রায়কে। আগামী সোমবার পর্যন্ত পুলিসি হেফাজতেই থাকবেন ইউটিউবার।
৭ জুন গোয়া থেকে গ্রেফতার করা হয় রোদ্দুর রায়কে। গত বৃহস্পতিবার তাঁকে কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয়। পুলিসি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। হেফাজতের মেয়াদ বাড়বে কিনা তা সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল এদিন। কিন্তু উলটে আরো একটি মামলা দায়ের হল রোদ্দুরের বিরুদ্ধে।
বটতলা থানায় নতুন মামলা দায়ের হয়েছে রোদ্দুর রায়ের বিরুদ্ধে। আরো এক সপ্তাহ তাঁকে পুলিসি হেফাজতেই রাখার নির্দেশ দেওয়া হয়েছে। হেয়ার স্ট্রিট থানায় দায়ের করা মামলায় আগামী ২০ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ রয়েছে রোদ্দুর রায়কে।
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অশ্লীল মন্তব্য করার অভিযোগে যে মামলা দায়ের হয়েছিল রোদ্দুর রায়ের বিরুদ্ধে, এদিন তার শুনানিতে কোর্ট রুমে হাজির ছিলেন ইউটিউবার। কিন্তু কোনো মন্তব্য করতে শোনা যায়নি তাঁকে। তবে আদালত থেকে বেরোনোর পর সাংবাদিকদের প্রশ্নে মুখ খোলেন রোদ্দুর রায়। তিনি স্পষ্ট বলেন, “আমি আর্টিস্ট, টেররিস্ট নই।”