একের পর এক মৃত‍্যুসংবাদ, বাবাকে হারিয়ে ভেঙে পড়লেন ‘অপরাজিতা অপু’র রোহন

Published On:

বাংলাহান্ট ডেস্ক: এক একটা দিন যেন বয়ে নিয়ে আসে একরাশ যন্ত্রণা, দুঃসংবাদ। আজকের দিনটা টেলিপাড়ার জন‍্য বোধকরি এমনি একটি দিন। সকাল থেকে পরপর দু দুটো মৃত‍্যুসংবাদে ভারী হয়ে রয়েছে স্টুডিওপাড়ার বাতাস। সকালেই এসেছে অভিনেতা রুদ্রজিৎ মুখার্জির বাবার প্রয়াণের দুঃসংবাদ। একটু সামলে উঠতে না উঠতেই আবার এক মৃত‍্যুসংবাদে শোকস্তব্ধ সিরিয়াল পাড়া।

প্রয়াত হলেন ‘অপরাজিতা অপু’ (aparajita apu) অভিনেতা রোহন ভট্টাচার্যের (rohaan bhattacharjee) বাবা। সোশ‍্যাল মিডিয়ায় বাবার একটি ছবি শেয়ার করে এই খারাপ খবর জানিয়েছেন রোহন। বাবাকে স্মরণ করে একটি লম্বা আবেগপূর্ণ পোস্ট লিখেছেন অভিনেতা। তা দেখে চোখে জল রোহনের অনুরাগীদেরও। তাঁকে সান্ত্বনা দিয়েছেন টেলিপাড়ার সহ অভিনেতা অভিনেত্রীরা।


রোহন লিখেছেন, ‘আবার দেখা হবে বাপি, ততদিন খুব ভালো থাকো। আমাদের চিন্তা একদম করবে না, আমি সব সামলে নেবো, মা কে খুব ভালো রাখবো, আমিও ভালো থাকবো । আমি শুনেছি একটা খুব সুন্দর ঘিয়ে রঙের জায়গা আছে, খুব সুন্দর, তুমি যেমন পছন্দ করো, ওখানে তুমি থাকবে। আমাদের যখন আবার দেখা হবে, আমি তোমাকে অনেক গান শোনাবো, মোহাম্মদ রফির আহেসান তেরা হোগা মুঝপার। তোমার প্রিয় গান, অনেক গল্প শোনাবো, তোমার কাছ থেকে অনেক গল্প শুনবো। তোমার কাছে সারা রাত বসে গল্প শুনবো, যেমন শুনতাম।’

https://www.instagram.com/p/CQNnTGhs821/?utm_medium=copy_link

ব‍্যথাতুর মনে রোহন আরো লিখেছেন, ‘আমি তোমাকে কোনো দিন বলতে পারিনি বাপি, আজ বলছি, আমি খুব ভালোবাসি তোমাকে, খুব মিস করছি তোমাকে, যখনি ভাবছি তুমি আর ডাকবেনা, আর বকবে না, আর বলবে না যে আমাকে নিয়ে তোমার চিন্তা হচ্ছে, খুব কষ্ট হচ্ছে । কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি বাপি, আমরা সবাই খুব ভালো থাকবো, মা কে খুব ভালো রাখবো, আমি তোমার সব স্বপ্ন পূরণ করবো । তুমি খুব ভালো থেকো, আনন্দে থেকো । তাড়াতাড়ি দেখা হবে।’

সম্পর্কিত খবর

X