T-20 বিশ্বকাপের আগে নিজেই ওপেনার হিসাবে খেলতে চাইছেন বিরাট কোহলি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এশিয়া কাপ থেকে বেশ কয়েকটি শিক্ষা নিতে পেরেছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। দলের ভুল বা দোষ-ত্রুটিগুলি সকলের চোখের সামনে উঠে এসেছে গত এশিয়া কাপে। দলের কোন কোন জায়গায় কিছু পরিবর্তন করতে হবে তা বুঝে নিতে পেরেছে রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মার জুটি। তার মধ্যে সবচেয়ে বড় একটা পরিবর্তন হতে পারে ওপেনিং পজিশন নিয়ে।

লোকেশ রাহুল চোট লেগে ২০২২-এর মাঝে বেশ কয়েক মাস মাঠে নামতে পারেননি। এরপর যখন তিনি চোট সারিয়ে ফিরে আসেন তাকে নিজের পুরনো ছন্দে আর পাওয়া যায়নি। এশিয়া কাপে একেবারেই সাদামাটা পারফরম্যান্স করেছেন রাহুল। ভাই তার বদলে বিরাট কোহলি কে দিয়েই ওপেন করানোর ভাবনা মনে আসছে অনেকের।

এবার বিরাট কোহলির ওপেনিং তত্ত্ব নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং কিংবদন্তির সুনীল গাভাস্কারের পুত্র রোহন গাভাস্কার। বাবার মতো সাফল্য না পেলেও বাংলার হয়ে বেশ কিছু প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন রোহন। ভারতের জার্সি গায়ে সৌরভ গাঙ্গুলীর অধিনায়কত্বেও খেলেছেন তিনি এবং তার ঝুলিতে রয়েছে অ্যান্ড্রু সাইমন্ডসের মত ক্রিকেটারের উইকেট। তিনি জানিয়েছেন বিরাট কোহলিকে রোহিত শর্মার সাথে ওপেনিং করতে দিয়ে তারপর তিন নম্বরে সূর্যকুমার যাদবকে ব্যাট করতে পাঠালে আখেরে ভারতীয় দলের লাভ হবে।

suryakumar kohli

রোহন বলেছেন, “আমি মনে করি বিরাট কোহলি নিজেও ওপেনিং করতে চায় এবং সেই সুযোগ পেলে ও খুশিই হবে। যখন যখন ও টি-টোয়েন্টি ক্রিকেটে ওপেন করেছে তার পরিসংখ্যান আরো ভালো হয়েছে। আইপিএল হোক বা জাতীয় দল ও ৫৫, ৫৬ এভারেজে এবং ১৬০-এর কাছাকাছি স্ট্রাইক রেট সহ ব্যাটিং করে যখন ও ওপেন করে। এমন একজন ক্রিকেটার কে ওপেন করতে দেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে।”

একই সঙ্গে লোকেশ রাহুলের ভবিষ্যৎ নিয়ে অবরোহন গাভাস্কার মন্তব্য করে জানিয়েছেন যে তার খুব খারাপ লাগবে লোকেশ রাহুলকে দল থেকে বাদ দিতে। কারণ তিনি একজন দক্ষ ক্রিকেটার। কিন্তু পরিস্থিতি হয়তো এখন এটাই দাবি করছে যে তাকে আপাতত বসিয়ে দিয়ে বিরাট কোহলিকে ওপেনিং এবং সূর্যকুমার যাদবকে তিন নম্বরে ব্যাট করানো হোক।

অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ খেলতে উড়ে যাওয়ার আগে ভারতীয় দল আরো দু’টি টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ঘরের মাঠেই আয়োজিত হবে সেই টি-টোয়েন্টি সিরিজ গুলি। গত বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দল এবং কিছুদিন আগে ভারতের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই সিরিজগুলিতে এবং অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের মূলপর্বে নামার আগে দুটি ওয়ার্মআপ ম্যাচ নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দল বিরাট কোহলিকে দিয়ে ওপেন করানোর এই পরিকল্পনা কাজে লাগায় কিনা সেটাই এখন দেখার।

Reetabrata Deb

সম্পর্কিত খবর