বাংলাহান্ট ডেস্ক: বাংলাদেশের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের সাথে বন্দুকযুদ্ধে রোহিঙ্গাসহ নিহত হয়েছেন দুই মাদক ব্যবসায়ী।
বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে মাদক কারবারিদের জাল। বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি এর কাছে খবর ছিল মাদক ট্যাবলেট এর একটি বড় অংশ নিয়ে চোরাচালানকারীদের মায়ানমার থেকে বাংলাদেশে ঢুকবে। সেই মত ইউনিয়নের লেদায় নাফসংলগ্ন এলাকায় ওত পেতে বসেছিলেন বিজিবি বাহিনী।
বিজিবি ও চোরাচালানকারীদের মধ্যে বন্দুকযুদ্ধে রোহিঙ্গাসহ মারা গিয়েছে ২ জন। চোরাচালানকারীদের থেকে এক লক্ষ ইয়াবা ট্যাবলেট এবং দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।