বাংলা হান্ট ডেস্কঃ তিন মাসের অপেক্ষার অবসান। ধসের কারণে বন্ধ হয়ে যাওয়া গুরুত্বপূর্ণ পাহাড়ি রাস্তা রোহিনী (Rohini Road) আজ, বৃহস্পতিবার খুলছে। নতুন বছরের প্রথম দিনেই রোহিণী রোড দিয়ে গাড়ি চলতে শুরু করেছে। এতে স্থানীয় মানুষ, পর্যটক এবং ব্যবসায়ীরা আনন্দিত। শীতের পর্যটন মরশুমে এটি একটি বড় সুখবর।
তিন মাস পর অবশেষে খুলল রোহিনী রোড (Rohini Road)
প্রায় তিন মাস বন্ধ থাকার পর অবশেষে ধস-বিধ্বস্ত রোহিণী রোড (Rohini Road) খুলেছে। জিটিএ’র চিফ এগজিকিউটিভ অনীত থাপা জানান, রাস্তাটি মেরামত করা হয়েছে এবং আজ থেকে যান চলাচল শুরু হবে। তিনি নিজেও রাস্তাটি দেখেছেন এবং জিটিএ-এর ইঞ্জিনিয়ারদের সঙ্গে কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন।
গত ৪ অক্টোবর প্রচণ্ড বর্ষণ ও নদী-ঝোড়ার জলে ধসের কারণে দার্জিলিং পাহাড়ের অনেক রাস্তা, সেতু, কালভার্ট এবং বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। রোহিণী রোডও (Rohini Road) তাতে বড় ক্ষতিগ্রস্ত হয়েছিল। রাস্তার এক পাশে পাহাড়, অন্য পাশে গভীর খাদ। ধসের কারণে রাস্তার বড় অংশ খাদের গর্ভে চলে যায়। তখন থেকে রাস্তাটি বন্ধ ছিল। জিটিএ’র সূত্রে জানা গেছে, শিমূলবাড়ি পার হওয়ার পর প্রায় ৫০ মিটার রাস্তা নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। সেখানে পাহাড় কেটে নতুন রাস্তা তৈরি করা হয়েছে। খাদের পাশে বালি ও বড় পাথর দিয়ে রাস্তাটি মজবুত করা হয়েছে। শুরুতে মেরামত করতে সমস্যা হয়েছিল, কারণ পাহাড় থেকে পাথর পড়ছিল। পরিস্থিতি কিছুটা ঠিক হওয়ার পরই কাজ শুরু হয়।
রোহিণী রোড (Rohini Road) হল শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা। এটি ১১০ নম্বর জাতীয় সড়ক, মিরিক রোড ও পাঙ্খাবাড়ি রোডের বিকল্প পথ। শিলিগুড়ি থেকে ১১০ নম্বর সড়ক ধরে দার্জিলিং যাওয়া প্রায় ৭৭ কিমি। কিন্তু রোহিণী রোড ধরে গেলে দূরত্ব কমে প্রায় ৬৭ কিমি। অর্থাৎ পাহাড়-সমতলের দূরত্ব প্রায় ১০-১২ কিমি কমে যায়। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পর্যটকরা এই রাস্তা বেশি পছন্দ করেন।
ট্যুর অপারেটররা বলেন, শিলিগুড়ি থেকে সুকনা, শিমূলবাড়ি বা মাটিগাড়া হয়ে হিমূল রোড ধরে রোহিণী রোডে (Rohini Road) যাওয়া যায়। তাই শীতের মরশুমে কার্শিয়াং, দার্জিলিং, জোরবাংলো-সুখিয়াপোখরি, পুলবাজার প্রভৃতি এলাকায় পর্যটকেরা আরও বেশি আসবেন। নিত্যযাত্রীরাও কম সময়ে শেয়ার ট্যাক্সিতে পাহাড়ে পৌঁছাতে পারবেন।

আরও পড়ুনঃ যুক্ত হচ্ছে বেলঘড়িয়া-কল্যাণী, এক সেতুতেই মিলছে দুই এক্সপ্রেসওয়ে, স্বস্তির খবর দিল নবান্ন
প্রসঙ্গত, ধসে ক্ষতিগ্রস্ত দুধিয়া ব্রিজের বিকল্প সেতু অক্টোবরেই চালু হয়। তখন থেকে শিলিগুড়ি থেকে মিরিকের সড়ক যোগাযোগ স্বাভাবিক। এবার রোহিণী রোডও (Rohini Road) চালু হওয়ায় সমতল থেকে দার্জিলিং পাহাড়ে যাওয়ার চারটি রাস্তা একসাথে খোলা থাকবে। পুলিশ ও প্রশাসনের আশা, এর ফলে পাহাড়ি শহরের যানজট কমবে।












