ড্যাডি হান্ড্রেডের জন্য প্রস্তুত হচ্ছেন হিটম্যান, আক্রমনাত্মক পূজারাও,সাঁড়াশি আক্রমণে চাপে ইংরেজ বাহিনী

বাংলা হান্ট ডেস্কঃ অলি পোপ এবং ওকসের হাতে মারধর খাওয়ার পর গতকাল দিনের শেষ পর্বে ম্যাচে ফিরেছিল ভারত। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আজকের দিনটা, কারণ কার্যত এই তৃতীয় দিনই সবথেকে নির্ণায়ক হয়ে উঠবে ওভাল টেস্টে। ইংল্যান্ডকে চাপে ফেলার জন্য অন্তত ২৫০ রানের টার্গেট দেওয়া দরকার ভারতের। গতকাল অপরাজিত থাকার পর শুরুটা আজ ভালোই করেন কে এল রাহুল এবং রোহিত শর্মা। গতকাল ২২ রানে নট আউট ছিলেন রাহুল। আজ দরকার ছিল প্রথম ঘন্টায় আর কোন উইকেট না হারানো।

কার্যত সেই দায়িত্ব ভালোভাবেই পালন করছিলেন রাহুল রোহিত জুটি। যদিও ছটি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি দিয়ে সাজানো ৪৬ রানের ঝকঝকে ইনিংস খেলার পর হঠাৎই মনোযোগের অভাব ঘটে রাহুলের। আর এক মুহূর্তের এই বড় ভুলেরই ফায়দা তুলে নেন অ্যান্ডারসন। ৩৪ তম ওভারে অবশেষে ভেঙে পড়ে ৮৩ রানের পার্টনারশিপ। তবে হিটম্যানকে টলানো ছিল কার্যত অসম্ভব। গতকালের পাওয়া জীবনদানের ফায়দা তুলতে আজ বদ্ধপরিকর ছিলেন রোহিত।

অন্যদিকে পিচে যথেষ্ট আক্রমণাত্মক দেখাচ্ছিলো পুজারাকেও। শ্লথ গতির ব্যাটিং ভুলে আজ যেন এক অন্য ব্যাটিং উপহার দিয়েছিলেন এই ডিপেন্ডেবল ব্যাটসম্যান। তাদের এই ঝকঝকে ব্যাটিংয়ের দৌলতেই কার্যত ইংল্যান্ডের লিড পেরিয়ে লাঞ্চের আগেই লিড নেয় ভারত। অন্যদিকে ১৪৩ বলে নিজের অর্ধশত রান পূর্ণ করেন রোহিত শর্মাও। টেস্ট ক্রিকেটে ব্রাত্য হয়ে পড়া রোহিতকে আজ শুরু থেকেই মনে হচ্ছিল ধৈর্যের প্রতিমূর্তি।

325671

আজ যেন ড্যাডি হান্ড্রেডের জন্যই নিজেকে তৈরী করে রেখেছেন হিটম্যান। তবে রোহিতের থেকেও আজ অবাক করেছেন পুজারা, এখনও পর্যন্ত তিনি ব্যাট করছেন ৬৭ স্ট্রাইক রেটে। আপাতত দুজনের অসাধারণ পার্টনারশিপের দৌলতে ৬৩ রানে এগিয়ে গেছে ভারত। একদিকে যেমন আটটি চার দিয়ে সাজানো ৭২(১৭৭) রানের ইনিংস খেলে তবে কাজ এখনো শেষ হয়নি অপরাজিত রোহিত, তেমনি অন্যদিকে ৭টি বাউন্ডারি দিয়ে সাজানো পুজারার ৪২(৭০) রানের ইনিংস। তবে কাজ এখনও শেষ হয়নি, ইংল্যান্ড চাপে রাখতে গেলে অন্ততপক্ষে এখনও ২০০ রান সংগ্রহ করতে হবে ভারতকে। এই মুহূর্তে ভারতীয় দলের স্কোর এক উইকেটের বিনিময়ে ১৬২ রান। দিনের কঠিন কাজটি ইতিমধ্যেই করে ফেলেছে ভারত, এখন দরকার শুধু এই গতিতে এগিয়ে চলা।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর