একাই একশো রোহিত! পরিসংখ্যানের দিক দিয়ে হিটম্যান একা বিশ্বকাপের সবকটি দলের থেকে এগিয়ে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ দৃষ্টিনন্দন ব্যাটিং করেও কিভাবে দ্রুত রান তোলা যায় সেটা যেন প্রতি ম্যাচে বুঝিয়ে দিচ্ছে ভারতীয় দল (Indian Cricket Team)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের শুরুতে কিছু উইকেট হারানোর কারণে গুটিয়ে থাকতে হয়েছিল। কিন্তু তার পরের ম্যাচ থেকেই ভারতের ব্যাটিংয়ের আন্দাজটা সম্পূর্ণ বদলে গিয়েছিল। আজ বাংলাদেশের বিরুদ্ধেও (India vs Bangladesh) সেই একই মনোভাব বজায় রাখলেন শুভমান গিল (Shubman Gill) এবং রোহিত শর্মা (Rohit Sharma)।

কোনরকম অতিরিক্ত চেষ্টার প্রয়াস নয়, শুধুমাত্র ক্রিকেটের ব্যাকরণ মেনে বোলারদের দুর্বলতা কাজে লাগানো, ঠিক এই ফর্মুলাতেই প্রথম ১২ ওভারে বাংলাদেশের নাভিশ্বাস তুলে দেন। সাকিব আল হাসান হীন বাংলাদেশকে অসহায় দেখাচ্ছিল রোহিতদের আক্রমণের সামনে। নিজের হঠকারিতার জন্যই ৪০ বলে ৪৮ রান করে নিজের উইকেটটা খুঁইয়ে ফেলেন রোহিত শর্মা।

hitman 6 rohit

গত এক বছর ধরে এটা রোহিত শর্মার ওডিআই ফরম‍্যাটে ব্যাটিংয়ের বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। শিখর ধাওয়ান আর ওডিআই ফরম‍্যাটের অংশ না হওয়ার কারণে এখন রোহিত শর্মা দীর্ঘক্ষণ ক্রিজে সময় কাটানোর কথা না ভেবে যতক্ষণ মাঠে আছেন ততক্ষণ বিধ্বংসী ব্যাটিং করার ব্যাপারে মনোযোগী হচ্ছেন। এই কারণেই তিনি একাধিক শতরান ও অর্ধশতরান হাতছাড়া করছেন ঠিক যেমনটা পাকিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ঘটলো।

আরও পড়ুন: ভারত-পাক ম্যাচে BCCI-এর দিকে পক্ষপাতিত্বের অভিযোগ করেছিল পাকিস্তান! এবার জবাব দিলো ICC

তবে এদিন দুটি রেকর্ড তিনি গড়ে ফেলেছেন ব্যাট হাতে। এর আগে কোন ভারতীয় ক্রিকেটার হিসেবে কোন নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডটি ছিল এককভাবে কপিল দেবের নামে। জিম্বাবোয়ের বিরুদ্ধে বিশ্বকাপে মোট দশটি মেরেছিলেন তিনি। আজকের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে দুটি ছক্কা মেরে এই নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চে দশটি ছক্কা মারার রেকর্ড গড়ে হরিয়ানা হ্যারিকেনের পাশেই আসন গ্রহণ করেছেন হিটম্যান।

আরও পড়ুন: বাংলাদেশকে উড়িয়ে দিচ্ছেন শুভমান গিল! গ্যালারিতে আনন্দে লাফালাফি সারা টেন্ডুলকারের, ভাইরাল ভিডিও

এছাড়া ২০২৩ সালে ওডিআই ফরম্যাটে বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রত্যেকটি দলের থেকে প্রথম ১০ ওভারে বেশি ছক্কা মারার রেকর্ড করেছেন রোহিত। প্রথম দশ ওভারের সবচেয়ে বেশি ছক্কা মারার তালিকায় অস্ট্রেলিয়া ভারত বাদে বাকি দেশগুলির থেকে অনেক এগিয়ে রয়েছে। এই সময় তারা মোট ৩০টি ছক্কা মেরেছেন ২০২৩ সালে। আর রোহিত শর্মা একাই চলতি বছরে প্রথম ১০ ওভারে মেরেছেন ৩২টি ছক্কা।

 

ad

Reetabrata Deb

সম্পর্কিত খবর