‘রোহিত শর্মা নয়, আমিই হিটম্যান’, মন্তব্য আমির খানের! বিতর্কিত মন্তব্য করে পাল্টা দিলেন MI অধিনায়ক!

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যে বিষোদগার করলেন আমির খান (Amir Khan) এবং রোহিত শর্মা (Rohit Sharma)। প্রকাশ্যে চলল একে অপরকে অপমান করার পালা। মুখে কোনও রাখ ঢাক না রেখে যা মনে আসে সেটাই বলে গেলেন দুজনে। রোহিত শর্মার সঙ্গ দিলেন ভারতীয় দলের (Team India) বাকি ক্রিকেটাররা। আমির খানের হয়ে প্রেস কনফারেন্সে বসে কথা বললেন মাধবান (R Madhavan) এবং শারমান জোশি (Sharman Joshi)!

এতোটুকু শুনে নিশ্চয়ই সকলেই একটু আশ্চর্য হয়ে পড়েছেন। রোহিত শর্মা বা আমির খান দুজনেই এমন ব্যক্তিত্ব যারা সাধারণত বিতর্কের থেকে দূরে থাকার চেষ্টা করে থাকেন। তারা এমন মন্তব্য কি করে করলো সেই নিয়ে নিশ্চয়ই আপনি কিছুটা ভাবিত হয়ে পড়েছেন। আসল গল্প আমরা বলবো আপনাদের।

মূল ব্যাপারটা এরকম নাটকীয় কিছুই নয়। আসলে গোটা ব্যাপারটাই একটি বিজ্ঞাপনের অংশ যা প্রমোট করছে একটি বিশেষ ফ্যান্টাসি ক্রিকেট অ্যাপকে। তার জন্য এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে। যেখানে মনে হয়েছে যে অভিনেতা এবং ক্রিকেটাররা একে অপরের বিরুদ্ধে তির্যক এবং বিদ্রুপ ভরা মন্তব্য করছেন।

বিজ্ঞাপনটি আরম্ভ হয় একটি প্রেস কনফারেন্সের দৃশ্যের মধ্য দিয়ে যেখানে দেখা যায় বলিউডের জনপ্রিয় সিনেমা, ‘থ্রি ইডিয়টস’-এর তিন মুখ্য চরিত্র যথা- মাধবন, শারমান জোশি ও আমির খান রয়েছেন। ওখানে উপস্থিত সাংবাদিকরা নিজেদের মধ্যে গুঞ্জন করছেন যে খুব শীঘ্রই হয়তো ওই জনপ্রিয় সিনেমাটির দ্বিতীয় ভাগ আসতে চলেছে। কিন্তু ওই অভিনেতারা জানান যে যেহেতু ক্রিকেটাররা ইদানিং তাদের কাজ অর্থাৎ বিজ্ঞাপনে খুব বেশি যুক্ত হয়ে পড়েছেন তাই এবার তারা ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে চলেছেন তাদেরকে পাল্টা জবাব দিতে। সেই দাবি শুনে ক্রিকেটাররা ব্যাংকের ছলে নানান মন্তব্য করতে শুরু করে যেগুলির পাল্টা দিতে থাকেন প্রেস কনফারেন্সে উপস্থিত অভিনেতারা।

 

View this post on Instagram

 

A post shared by Rohit Sharma (@rohitsharma45)

গোটা বিজ্ঞাপনটি অত্যন্ত মজাদার ভাবে নির্মাণ করা হয়েছে তবে যে অংশটি সবচেয়ে বেশি দর্শকদের মনে ধরেছে সেই অংশটিতে আমির খান এবং রোহিত শর্মা একে অপরকে সরাসরি অপমান করেছেন। রোহিত শর্মা, হিটম্যান নামের যোগ্য নন কারণ হিট সিনেমা তো শুধুমাত্র আমির খান দিয়ে থাকেন। পাল্টা জবাব দিয়ে রোহিত শর্মা বলেছেন যে ‘লগানে’ ক্রিকেট খেলেই কেউ ক্রিকেটার হওয়ার যোগ্য হয়ে যান না আর দু বছরে একটা করে হিট দিলেই কেউ হিটম্যান হয়ে যায় না।

গোটা বিজ্ঞাপনে ওই তিন সুপারস্টার ছাড়াও ক্রিকেটার জগত থেকে অভিনয় করেছেন কুনাল পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া, যুজবেন্দ্র চাহাল, যশপ্রীত বুমরা, রবি অশ্বিন, রাহুল চাহার-রা। রোহিত শর্মা নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে এই ভিডিওটি শেয়ার করেছেন এবং তিনি শেয়ার করার পরেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর