সচিন, কোহলির ক্লাবে প্রবেশ করলেন রোহিত! বিশ্বক্রিকেটের শীর্ষে ৩ ভারতীয়

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভেঙে গেল সচিন টেন্ডুলকারের (Sachin Tendulkar) রেকর্ড। ওডিআই বিশ্বকাপে এখন এককভাবে সর্বোচ্চ শতরানের মালিক হয়ে গেলেন রোহিত শর্মা (Rohit Sharma)। আজ ভারতীয় দল (Indian Cricket Team) মাঠে নেমেছিল আফগানিস্তানের বিরুদ্ধে (India vs Afghanistan)। সেই ম্যাচ খেলতে নেমে সচিন ছাড়াও কপিল দেব (Kapil Dev), ক্রিস গেইল (Chris Gayle), ডেভিড ওয়ার্নার (David Warner) প্রত্যেকের রেকর্ড ভাঙলেন হিটম্যান। এর মধ্যে সবচেয়ে বড় রেকর্ডটা অবশ্য মাস্টার ব্লাস্টারকে টপকানোটা ছিল।

ওডিআই বিশ্বকাপে এখন রোহিত শর্মার নামের পাশে সাতটি শতরান। সচিন টেন্ডুলকার মোট ছয়টি বিশ্বকাপ খেলে ৬ শতরান করে সর্বোচ্চ ওডিআই বিশ্বকাপে শতরানের রেকর্ডের মালিক হয়েছিলেন। মাত্র তিন বিশ্বকাপ খেলেই সেই রেকর্ড ভেঙ্গে দিলেন রোহিত। এদিন অরুণ জেটলি স্টেডিয়ামে তার ব্যাটিং দেখে একসময় মনে হচ্ছিলো যে তাকে থামানো অসম্ভব। রশিদ খানের বলে বোল্ড হয়ে ফেরার আগে তিনি ৮৪ বল খেলে ১৩১ রানের একটি ইনিংস খেলেছেন। মেরেছেন ১৬ টি চার এবং পাঁচটি ছক্কা এবং সবকটি বাউন্ডারি ছিল ক্রিকেটের ব্যাকরণ মানা শট। তার দুর্দান্ত ইনিংসে ভর করে ২৭২ রান তাড়া করতে নেমে ৩৫ ওভারেই জয় তুলে নিয়েছে ভারত।

আজ ভারতীয় দল যখন ১০০ রানের গন্ডি অতিক্রম করেন তখন রোহিতের ওপেনিং পার্টনার ঈশান কিষাণের নামের পাশে কেবল ১৪ রান। এর থেকেই বোঝা যায় কতটা বিধ্বংসী ব্যাটিং করছিলেন রোহিত উল্টোদিকে। এদিন কিংবদন্তি কপিল দেবের রেকর্ড ভাঙেন তিনি। ভারতের হয়ে বিশ্বকাপের মঞ্চ দ্রুততম শতরান করার রেকর্ডটি ছিল প্রাক্তন ভারত অধিনায়কের। ১৯৮৩ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৭২ বলে শতরান করেছিলেন তিনি। এদিন রোহিত শর্মা নিজের শতরান পূরণ করেন মাত্র ৬৩ বলে। প্রথম দশ ওভারের মধ্যেই খেলা থেকে পুরোপুরি ছিটকে যায় আফগানিস্তান।

hitman 6 rohit

এতদিন ওডিআই বিশ্বকাপের মঞ্চে দ্রুততম ১০০০ রান পূর্ণ করার রেকর্ডটি ছিল ডেভিড ওয়ার্নারের নামের পাশে। ১৯ টি ইনিংস খেলে এই কাজ করেছিলেন অজি ওপেনার। রোহিত শর্মা সেই একই অর্থাৎ ১৯ টি ইনিংস খেলেই এই বিস্বকাপের রেকর্ড ছুঁলেন। আজ ২২ রানের গন্ডি অতিক্রম করা মাত্র তিনি এবং ডেভিড ওয়ার্নার একসাথে বিশ্বকাপের মঞ্চের দ্রুততম ১০০০ রান করার রেকর্ডের মালিক হয়ে গেলেন।

আরও পড়ুন: রেকর্ডের পর রেকর্ড! ইউনিভার্স বস ক্রিস গেইলকে টপকে নতুন সিক্সার সিং হিটম্যান রোহিত

এর পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে একটি অসাধারণ রেকর্ড নিজের নামে করেছেন রোহিত যা আগে ছিল ক্রিস গেইলের নামে। এর আগে আন্তর্জাতিক ক্রিকেট সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড ছিল ক্রিস গেইলের (৫৫৩) নামের পাশে। আজ শতরান সম্পূর্ণ করার সময় রোহিত শর্মার নামের পাশে ছিল চারটে ছক্কা। চতুর্থ ছক্কাটি মারা মাত্রই হিটম্যান টপকে গিয়েছেন ক্যারিবিয়ান কিংবদন্তিকে।

আরও পড়ুন: দুরন্ত ছন্দে বুমরা, রোহিত, কোহলি! আফগানিস্তানকে ধ্বংস করে পাকিস্তানকে বার্তা দিলো ভারত

এছাড়া এটি ছিল রোহিত শর্মার ওডিআই ফরম্যাটে ৩১ তম শতরান। সর্বোচ্চ শতরানের তালিকায় তিন নম্বরে থাকা রিকি পন্টিংকে (৩০) টপকে গেলেন তিনি। অর্থাৎ এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে ওডিআই ফরম্যাটে সর্বোচ্চ শতরানের তালিকায় থাকা তিন ক্রিকেটারই হলেন ভারতীয়। প্রথম স্থানে ৪৯ শতরান নিয়ে কিংবদন্তি সচিন টেন্ডুলকার। দ্বিতীয় স্থানে আপাতত ৪৭ শতরানের মালিক ভারতীয় মহাতারকা বিরাট কোহলি।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর