পেছনে চলে যাবেন সকল কিংবদন্তি! ১ ম্যাচে তিনটি বিশ্বরেকর্ড গড়ার সুযোগ রোহিতের সামনে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) চলতি বিশ্বকাপে (2023 ODI World Cup) অসাধারণ ছন্দে রয়েছে। তার একটা মূল কারণ হলো রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্ব এবং একজন ব‍্যাটার হিসাবে তার পারফরম্যান্স। অস্ট্রেলিয়া বাদে প্রায় সবকটি প্রতিপক্ষের বিরুদ্ধে তার ব্যাট গর্জে উঠেছে। ভারতীয় দল এখনও অন্তত চারটি ম্যাচ খেলবে বিশ্বকাপে। তার মধ্যে দুটি বড় রেকর্ড গড়ার সুযোগ রয়েছে তার সামনে। একে একে দেখে নেওয়া যাক ঠিক কোন তিনটি রেকর্ড গড়তে পারেন রোহিত।

◆ চলতে বিশ্বকাপে আর দুটি ম্যাচের সেরা পুরস্কার জিতলে তিনি ছুঁয়ে ফেলবেন সচিনকে। এই মুহূর্তে বিশ্বকাপে সবচেয়ে বেশিবার ম্যাচের সেরার খেতাব জয়ের রেকর্ডটি রয়েছে ক্রিকেট ঈশ্বরের নামের পাশে। মোট ৯ বার ম্যাচের সেরা হয়েছিলেন তিনি। রোহিত শর্মা এখনো অবধি ৭ বার বিশ্বকাপে ম্যাচের সেরা পুরস্কার পেয়েছেন।

আরও পড়ুন: এই দুই ভারতীয় ক্রিকেটারকে শেষ সুযোগ দিচ্ছে BCCI! এবার ব্যর্থ হলে দ্রাবিড় ছুঁড়ে ফেলবেন দল থেকে

rohit sourav cele

● ২০২৩ সালে আয়োজিত ওডিআই বিশ্বকাপে যদি রোহিত শর্মা আর একটি শতরান করতে পারেন তাহলে তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে একটি বিশ্বকাপে একের বেশি শতরান করার রেকর্ডটি ছুঁয়ে ফেলবেন। ২০০৩ সালে অধিনায়ক সৌরভ তিনটি শতরান করেছিলেন বিশ্বকাপে।

আরও পড়ুন: শ্রীলঙ্কা ম্যাচের আগে ভারতীয় দলে ভাঙ্গন? মুম্বাই পৌঁছে একে অপরের থেকে দূরে থাকছেন রোহিত, কোহলিরা

● এখনো অবধি কোনও একটি বিশ্বকাপ সংস্করণে একজন ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বাধিক রান করার রেকর্ডটি রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় দখলে। ২০০৩ সালের ওডিআই বিশ্বকাপে ভারতীয় অধিনায়ক হিসেবে ৪৬৫ রান করেছিলেন তিনি। রোহিত শর্মা এখনো অবধি ছয়টি ম্যাচ খেলে ৩৯৮ রান করেছেন। আপাতত তিনি যে ছন্দে রয়েছেন তাতে আশা করা যায় খুব সহজেই সৌরভের অধিনায়ক হিসেবে এই রেকর্ডটি ভেঙে দিতে পারবেন তিনি।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর