সৌরভের তোলা প্রশ্নের জবাব দিলেন রোহিত! জানালেন চাহাল-কে ভারতীয় দল থেকে ছাঁটার কারণ

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকালই এশিয়া কাপের (2023 Asia Cup) স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় দলের নির্বাচকরা। রোহিত শর্মা (Rohit Sharma) ও প্রধান নির্বাচক, অজিত আগারকারের (Ajit Agarkar) উপস্থিতিতে দল ঘোষণার পরেই গতকাল একটি সাংবাদিক সম্মেলনও চলেছে। সেখানে তাদের দল নির্বাচনের কারণ ও চিন্তাভাবনা ব্যাখ্যা করেছেন আগারকার। সকলে মোটামুটি নিশ্চিন্তই ছিলেন দল নিয়ে, কিন্তু প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) একটি বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন।

সৌরভের আপত্তির জায়গা:
মুম্বাইয়ে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সময় সৌরভকে প্রশ্ন করা হয়েছিল যে আসন্ন এশিয়া কাপের দলে যুজবেন্দ্র চাহালের মতো তারকার অনুপস্থিতি তাকে অবাক করেছে কিনা। উত্তরে সৌরভ জানিয়েছেন যে ভারতীয় স্কোয়াডে একজন অর্থোডক্স রিস্ট স্পিনারের অভাব তিনি সত্যিই অনুভব করছেন।

chahal rohit

ভারতীয় দলের স্পিনার কারা?
ভারতের এশিয়া কাপের স্কোয়াডে স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন তিনজন। এই তিনজন হলেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব। মজার ব্যাপার হলো যেদিন স্পিনারই হলেন বাঁ-হাতি স্পিনার। তাদের মধ্যে একজন চায়নাম্যান। অর্থাৎ কোনও ডান হাতি লেগ স্পিনার বা অফস্পিনার ছাড়াই টুর্নামেন্টে নামছে ভারত।

আরও পড়ুন: ২০১১ সালের ধোনির ভারতীয় দলকে অনুসরণ করবে রোহিতরা! জানুন কিভাবে

সৌরভের মন্তব্য:
সৌরভ গঙ্গোপাধ্যায় এই প্রসঙ্গে নিজের বক্তব্য বলেছেন, “আমি জানি না নির্বাচকরা কি ভেবে দল করেছেন কিন্তু আমার দলে সব সময় চাহালের জায়গা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে উপমহাদেশে। কুলদীপ রয়েছে ভালো কথা কিন্তু চাহালের মতো লেগ স্পিনার থাকলে ভারতের হয়তো আরও সুবিধা হতো।”

আরও পড়ুন: আমি পেরেছিলাম, এখন কোহলিদেরও করতে হবে! এশিয়া কাপের আগে বিস্ফোরক সৌরভ

রোহিতের পাল্টা:
তবে রোহিত শর্মা সরাসরি যে সৌরভের কথার জবাব দিয়েছেন তা নয়। সাংবাদিক সম্মেলনে অনেকবারই তাকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে যে চাহাল কেন নেই দলে। ভারতীয় দলে যে দুইজন স্পিনার প্রধান দায়িত্ব পালন করবেন তারা হলেন রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব। রোহিত দলের তৃতীয় শ্রেণীর হিসেবে তিনি এমন কাউকে চেয়েছিলেন যিনি বোলিং এর পাশাপাশি কিছুটা ব্যাটিংও করতে পারে। তার এই মন্তব্য থেকে স্পষ্ট যে কেন তাহলে জায়গা হয়নি এবং কেন অক্ষর প্যাটেল জায়গা পেয়েছেন।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর