বাংলা হান্ট নিউজ ডেস্ক: তিনি আর একেবারেই আগের ছন্দে নেই। গোটা টি-টোয়েন্টি বিশ্বকাপে তার ব্যাট জ্বলে উঠতে ব্যর্থ হয়েছে। অধিনায়ক হয়েও বারবার কেন বিশ্রাম নেন, সেই নিয়ে গত কয়েক মাসে তাকে অনেক সমালোচনা শিকার হতে হয়েছে। শেষ কবে গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন সেটা হয়তো তিনি নিজেও মনে করতে পারবেন না। কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশ সফরের আগে খোশমেজাজে রয়েছেন রোহিত শর্মা।
ভারতীয় দলে এই মুহূর্তে বাংলাদেশের মাটিতে পৌঁছে গিয়েছে। কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজ। সেই সিরিজের শেষে একটি টেস্ট সিরিজও খেলবে ভারতীয় দল বাংলাদেশের মাটিতে। ১ তারিখে মুম্বাই এয়ারপোর্ট থেকে বিমান ধরে বাংলাদেশের ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন রোহিত শর্মা। তার আগে সংবাদ মাধ্যমের সামনে তাকে পাওয়া গেছে খোশমেজাজেই।
মুম্বাই এয়ারপোর্টের ডিপারচার গেটে যখন তিনি নিজের লাগেজ নিয়ে উপস্থিত হন তখন সেখানে উপস্থিত ছিলেন একগাদা ফটোগ্রাফার। রোহিত উপস্থিত হওয়া মাত্র তার ফটো তুলতে শুরু করেন তারা। রোহিত শর্মা হালকা মেয়েরা যেই তাদের উদ্দেশ্যে প্রশ্ন করেন, “এত ছবি তুলে কি লাভ হয় ভাই।” তাদের জবাবের সেই ফটোগ্রাফাররা বলেন এটাই আমাদের পেশা স্যার। তখন হেসে সকলকে বিদায় জানিয়ে বিমানের উদ্দেশ্যে রওনা হন রোহিত।
View this post on Instagram
এখনও অবধি সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী খুব শীঘ্রই টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অধিনায়কত্ব হারাতে চলেছেন হিটম্যান। তার বদলে ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক হিসেবে রেখে এগোতে চাইছে বিসিসিআই। নতুন নির্বাচক মন্ডলী নির্দিষ্ট হওয়ার পরেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই হয়তো চূড়ান্ত ঘোষণা হয়ে যেতে পারে।
তবে পরের বছর রয়েছে ওডিআই বিশ্বকাপ এবং এখন সেই নিয়েই বেশি মনসংযোগ করতে চায় ভারতীয় দল। বাংলাদেশের বিরুদ্ধে এই সিরিজে চোটের জন্য পাওয়া যাচ্ছে না যশপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামির মতো ক্রিকেটারদের। তরুণদের পক্ষে এই সিরিজ ভালো সুযোগ নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে ভারতীয় দলের স্কোয়াডে জায়গা করে নেওয়ার। রোহিত শর্মার কাছেও অধিনায়ক এবং ব্যাটার হিসেবে একটি বড় পরীক্ষা এই সিরিজ।