কোহলি যা ভয় পেয়েছিলেন সেটাই হলো! রোহিতের এই দোষের জন্য বিশ্বকাপের আগে চাপে BCCI

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বিরুদ্ধে অসাধারণ জয়ের মধ্যে দিয়ে ফাইনাল জিতে নিয়ে এশিয়া কাপ (2023 Asia Cup) খেতাব দখল করেছে ভারতীয় দল (Indian Cricket Team)। রোহিত শর্মার নেতৃত্বে পাঁচ বছর পরে আবার এই খেতাব জিততে সক্ষম হয়েছে ভারত। ওডিআই বিশ্বকাপের আগে এই এশিয়া কাপ জয় তাদের আত্মবিশ্বাস জোগাবে। শুভমান গিল, মহম্মদ সিরাজরা যেভাবে পারফরম‍্যান্স করেছে গোটা টুর্নামেন্টে তা অনেককেই ভরসা দিচ্ছে বিশ্বকাপের আগে।

ভারতীয় দল নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছেছিল। এশিয়া কাপের সুপারফোর পর্যায়ে নিয়মরক্ষার ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে বেশ কিছু তারকাকে বিশ্রাম দেওয়ার পর সেই ম্যাচে তাদের হাড্ডাহাড্ডি লড়াই করে হার স্বীকার করতে হয়েছিল। অপরদিকে পাকিস্তান সুপার ফোর পর্যায়ে ভারত এবং শ্রীলঙ্কার কাছে বিশ্রীভাবে হেরে সবচেয়ে পিছিয়ে থাকা দল হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।

এর মাঝে একটি মজার ঘটনা ঘটেছে রোহিত শর্মাকে কেন্দ্র করে। বিরাট কোহলি ২০১৭ সালে হিটম্যানকে নিয়ে একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে তার মতো অন্যমনস্ক মানুষ তিনি আগে দেখেননি। বিভিন্ন সময়ে হোটেলে কোনও না কোনও দরকারী জিনিস ভুলে ফেলে রেখে আসার মত ঘটনা ঘটেছে বর্তমান ভারতীয় অধিনায়কের সাথে। ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ চলাকালীন টস জিতে কি সিদ্ধান্ত নেবেন সেই বিষয়টা ভুলে গিয়েছিলেন।

এবার এশিয়া কাপ জিতে ভারতে ফেরার জন্য এয়ারপোর্টে আসতে গিয়ে টিম বাসে ওঠার সময় নিজের পাসপোর্ট হোটেলে ফেলে রেখে এসেছিলেন হিটম্যান। সৌভাগ্য নয় এক সাপোর্ট স্টাফের সেটি নজরে পড়ে এবং তিনি রোহিতকে সেই পাসপোর্ট হাতে তুলে দেন। বিশ্বকাপের আগে রোহিতের সঙ্গে ঘটা এমন ঘটনা দেখে অনেককে চিন্তিত হলেও যারা তাকে চেনেন তারা জানেন যে এটা খুবই স্বাভাবিক ঘটনা তার জীবনে।

rohit sad

এরই মধ্যে ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই তিন ম্যাচের ওডিআই সিরিজের দল ঘোষণা করেছে। বিশ্বকাপের আগে ঝুঁকি না নিয়ে সাময়িকভাবে এই সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মা সহ কিছু তারকাকে। তবে বিশ্বকাপের স্কোয়াডে যারা আছেন তারা প্রত্যেকে এই সিরিজের তৃতীয় ম্যাচটিতে দলে থাকছেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ২ ওডিআই-তে ভারতীয় স্কোয়াড: লোকেশ রাহুল, শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড, শ্রেয়স আইয়ার, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, তিলক ভার্মা, প্রসিদ্ধ কৃষ্ণ, রবি অশ্বিন, ওয়াশিংটন সুন্দর

আরও পড়ুন: এশিয়া কাপ জিতে অতিরিক্ত সাহসী হলো ভারতীয় দল! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্রামে কোহলি, রোহিতরা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওডিআই-তে ভারতীয় স্কোয়াড: রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলি, লোকেশ রাহুল, শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড, শ্রেয়স আইয়ার, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, তিলক ভার্মা, প্রসিদ্ধ কৃষ্ণ, রবি অশ্বিন, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল (সুস্থ থাকলে)

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর