এবার কি তবে অবসর? নিজের শেষ বিশ্বকাপে নামার আগে তাৎপর্যপূর্ণ মন্তব্য রোহিতের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আর মাত্র কয়েকদিনের মধ্যে আরম্ভ হবে ভারতীয় দলের (Indian Cricket Team) এশিয়া কাপ (2023 Asia Cup) অভিযান। আসন্ন ওডিআই বিশ্বকাপের (2023 ODI World Cup) জন্য এটি একটি যথার্থ প্রস্তুতি মঞ্চ হিসেবে দেখছেন রোহিত শর্মারা (Rohit Sharma)। এখানে টিম কম্বিনেশন এবং যাবতীয় খুঁটিনাটি পরিকল্পনা যাচাই করে নিতে পারবে ভারত। তারপর ওডিআই বিশ্বকাপের মঞ্চে ঘরের মাঠে অনেক প্রত্যাশার চাপ কাঁধে নিয়ে মাঠে নামতে হবে তাদের।

রোহিতের অবসরের ইঙ্গিত:
তার আগে একটি সাক্ষাৎকারে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন যে আগামী দুই তিন মাসে তিনি ভারতীয় দলের সঙ্গে অনেক ভালো ভালো মুহূর্ত তৈরি করতে চান। যদিও তিনি এটাও বিশ্বাস করেন যে একটি বিশ্বকাপ বা একটি চ্যাম্পিয়নশিপের ফলাফল, তিনি কেমন ক্রিকেটার বা ব্যক্তি সেটার পরিবর্তন ঘটাবে না। এই মন্তব্য শুনে অনেকেরই মনে একটা প্রশ্ন জেগেছে। তবে কি এটাই তার শেষ বিশ্বকাপ হতে চলেছে এবং তারপর তিনি অবসর নেওয়ার কথা ভাববেন? যদিও হিটম্যান এই প্রশ্নের কোনও যথাযথ উত্তর দেননি, যার থেকে এরকম কোনও ধারণা এখনই করে নেওয়া যায়।

২০১৯ বিশ্বকাপের পুনরাবৃত্তি:
তবে আসন্ন ওডিআই বিশ্বকাপ নিয়ে তার পরিকল্পনা যে স্পষ্ট সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন। ২০১৯ ওডিআই বিশ্বকাপে অসাধারণ ফর্মে ছিলেন রোহিত। প্রথম ক্রিকেটের হিসেবে একটি বিশ্বকাপে পাঁচটি শতরান করার রেকর্ড করেছিলেন তিনি। এবার বিশ্বকাপের আগে সেই শারীরিক ও মানুষ সক্ষমতা ফিরে পেতে চাইছেন তিনি। ওই বিশ্বকাপের আগে থেকে কি কি করেছিলেন সেই বিষয়গুলি মনে রেখে নিজের মনের মধ্যে একটি ইতিবাচক পরিস্থিতি তৈরি করতে চাইছেন ভারতীয় অধিনায়ক।

আরও পড়ুন: কোহলিকে সেরা ভারতীয় ব্যাটার মানছেন না সেওবাগ! BCCI-কে খুঁজে দিলেন আসল তারকা

ভারতীয় দল নির্বাচন:
কিছুদিন আগে যখন এশিয়া কাপের দল ঘোষণা করা হয়েছিল তখন কয়েকজন তারকা ক্রিকেটার কেন সেই স্কোয়াডে জায়গা পায়নি সে নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। এই প্রসঙ্গেও সম্প্রতি মন্তব্য করেছেন রোহিত শর্মা। তিনি বলেছেন যখন কোন ক্রিকেটারকে দলের বাইরে রাখতে হয় তখন তাকে ব্যক্তিগতভাবে সমস্ত কথা বুঝিয়ে বলাটা প্রয়োজন এবং সেই কাজ তারা করেছেন। নিজের জীবনেও বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার অভিজ্ঞতা রয়েছে তার। তাই সেই অনুভূতি কেমন সেই সম্পর্কে ভালই ধারণা রয়েছে হিটম‍্যানের।

আরও পড়ুন: এশিয়া কাপে নামার আগে ভারতীয় দলে চমক! বিশ্বকাপ নিয়ে BCCI-কে সতর্ক করলেন কপিল দেব

রোহিতের অধিনায়কত্ব:
নিজের অধিনায়কত্ব নিয়েও মন্তব্য করেছেন রোহিত। জানিয়েছেন যে একজন নেতা হিসেবে দল নির্বাচনের সময় তিনি নিজের ব্যক্তিগত পছন্দ অপছন্দকে কখনোই প্রকাশ্যে আনেন না বা সেই ভিত্তিতে দল গঠন করেন না। যদি কোন ক্রিকেটার বাদ পড়ে বা আশঙ্কা সুযোগ পায় তাহলে তার পেছনে অত্যন্ত গুঢ় কারণ রয়েছে বলে হিটম্যান মনে করেন।

 

ad

Reetabrata Deb

সম্পর্কিত খবর