ICC ইভেন্টে বাংলাদেশকে দেখলেই যেন কসাই হয়ে যান রোহিত শর্মা! ভয়ে কাঁপেন টাইগাররা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধেই (India vs Bangladesh) মাঠে নামতে চলেছে রোহিত শর্মার (Rohit Sharma) ভারত। তার আগে পরপর অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও পাকিস্তানকে হারিয়ে দুর্দান্ত ছন্দে রয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের (2023 ODI World Cup) এই ম্যাচেও তারাই খাতায় কলমে ফেভারিট বলে ধারণা ক্রিকেট বিশেষজ্ঞদের।

পরিসংখ্যান বলছে যে বাংলাদেশের বিরুদ্ধে আইসিসির ওডিআই ইভেন্টগুলিতে শেষ কয়েক বছর ধরে সব সময় জ্বলে উঠেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এই মুহূর্তে তিনি অসাধারণ ছন্দে রয়েছেন। আফগানিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত শতরান করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে অসাধারণ ব্যাটিং করেছেন কিন্তু অল্পের জন্য হাতছাড়া করেছেন নিজের এইবারের বিশ্বকাপে দ্বিতীয় শতরানের সুযোগ।

বাংলাদেশের বিরুদ্ধে তিনি শতরান করবেন এমনটা ভারতীয় সমর্থকরা আশা করতেই পারেন। ২০১৫ ওডিআই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারত এবং বাংলাদেশ একে অপরের মুখোমুখি হয়েছিল এবং তখন ১২৬ বলে ১৩৭ রানের একটি ইনিংস খেলেছিলেন রোহিত। এর ঠিক দু’বছর পর চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নেমে ১২৯ বলে ১২৩ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতকে ম্যাচ জিতিয়েছিলেন হিটম্যান। এরপর ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপে লিগ পর্বের খেলায় বাংলাদেশের বিরুদ্ধে তিনি ৯২ বল খেলে করেছিলেন ১০৪ রান। আর আজ অধিনায়ক হিসেবে শতরান করতে পারলেই তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর তৃতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে এক বিশ্বকাপে একের চেয়ে বেশি শতরান করার রেকর্ড গড়ে ফেলবেন।

sourav rohit cap

তবে শুধুমাত্র রোহিত শর্মা নন, তিনি ব্যর্থ হলেও শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুলরা ব্যাট হাতে এবং যশপ্রীত বুমরা, কুলদীপ যাদবরা বল হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন। পুনের উইকেট সাধারণত স্পিনারদের বাড়তি সাহায্য করে থাকে। যদিও এবার টুর্নামেন্ট এখনো পুনেতে কোনও ম্যাচ হয়নি এবং আজই প্রথমবার মাঠে নামছে কোনও দল এই স্টেডিয়ামে। যদি পুনের পিচের পুরনো চরিত্র বজায় থাকে তবে শার্দূল ঠাকুরকে দলের বাইরে রেখে রবি অশ্বিনকে অস্ট্রেলিয়া ম্যাচের মতোই দলে ফিরিয়ে আনতে পারেন রোহিত।

আরও পড়ুন: শুধু বাংলাদেশ বা পাকিস্তান নয়, এই পরিসংখ্যান দেখে বিশ্বকাপের সব দল ভয় পাচ্ছে কোহলির ভারতকে

সম্ভাব্য ভারতীয় একাদশ:
রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, যশপ্রীত বুমরা

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর