“ও কোহলির মতো নয়, ওর সঙ্গে আমার তুলনাও সম্ভব নয়”, রোহিতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সৌরভের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এইমুহূর্তে ভারতীয় দলের তারকা ক্রিকেটার বিশ্রামে রয়েছেন। মাঝে রয়েছে আর আটটা দিন। তারপর এশিয়া কাপ জয়ের চ্যালেঞ্জের মুখোমুখি হবে ভারত। যদিও রোহিত শর্মার বক্তব্য শুনে মনে হয়েছে যে তারা অনেক বেশি বিশ্বকাপ নিয়ে ভাবছে এবং এশিয়া কাপকে তার আগে একটি প্র্যাকটিস টুর্নামেন্ট হিসেবেই তারা দেখছেন। রোহিত ইতিমধ্যেই জানিয়ে দিয়েছিলেন যে বিশ্বকাপের জন্য ৮০ থেকে ৯০ শতাংশ দল তাদের তৈরি হয়ে গেছে এবং বাকি জায়গাগুলি তারা এশিয়া কাপ এবং দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে তারা পূরণ করার চেষ্টা করবেন।

এরই মধ্যে ভারতের বর্তমান অধিনায়ককে নিয়ে বড় মন্তব্য করলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি “আধুনিক ভারতের নেতৃত্ব” নামক বিষয়ে একটি ইভেন্টে উপস্থিত হয়ে রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে মন্তব্য করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বর্তমান ভারত অধিনায়ক এখনো কোনো আইসিসি ট্রফিতে ভারতকে নেতৃত্ব দেননি। সামনেই তোমার মাস থেকে আরম্ভ হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ রোহিত শর্মা নিজের প্রথম আইসিসি টুর্নামেন্ট এ কেমন ভাবে ভারতীয় দলকে নেতৃত্ব দেন তা দেখতে উন্মুখ হয়ে রয়েছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা তার মাঝেই সৌরভের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

সৌরভের সঙ্গে রোহিতের অধিনায়কত্বের তুলনা সম্পর্কিত প্রশ্ন উঠলে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, “অবশ্যই রোহিত শর্মা একজন ধীর-স্থির এবং শান্ত প্রকৃতির অধিনায়ক। ও সবকিছু অনেকটা শান্ত মনে মেনে নিতে পারে এবং প্রত্যেকটা ব্যাপারের জন্য আপনার মুখের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করবে না। এটাই ওর অধিনায়কত্বের ভঙ্গি।” সকলেই জানেন যে সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে ভারতের অধিনায়কত্বের সময় একজন অত্যন্ত আগ্রাসী ম্যাচের অধিনায়ক ছিলেন এবং কোনো সিদ্ধান্ত তার দলের বিরুদ্ধে গেলে তিনি সরাসরি তার প্রতিবাদ করতেন, অনেকটা যেন সদ্য প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিরই মতো। সৌরভ বিরাট কোহলিকে রোহিতের থেকে সম্পূর্ণ অন্যধরণের অধিনায়ক হিসাবে মন্তব্য করেছেন এবং আলাদা প্রজন্মের হওয়ায় নিজের সাথে তাদের তুলনা করতে রাজি হননি।

সৌরভকে এই ইভেন্টে তার ২০০৩ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমার ওই সিদ্ধান্ত নিয়ে আজও কোনো আফসোস নেই। হ্যাঁ ম্যাচটা হেরেছিলাম এবং খুব বাজেভাবে হেরেছিলাম সেই নিয়ে দুঃখ অবশ্যই রয়েছে। কিন্তু টসে জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তই তার একমাত্র কারণ নয়। আমরা সেদিন ভালো খেলতে পারিনি।”


Reetabrata Deb

সম্পর্কিত খবর