বাংলা হান্ট নিউজ ডেস্ক: এশিয়া কাপের পর পর দুটি ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে ভারতীয় দল। রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল এখনো একটিও টি-টোয়েন্টি সিরিজ হারেনি। এশিয়া কাপে ও নিজেদের সেই ছন্দ অব্যাহত রেখেছে তারা। পাকিস্তানের বিরুদ্ধে ভারত প্রথম ম্যাচে জয় পেয়েছিল ৫ উইকেটে। দ্বিতীয় ম্যাচে খাতায়-কলমে অনেক দুর্বল হংকং কিছুটা লড়াই করার চেষ্টা করলেও ৫০ রানে জয় পায় ভারত।
রোহিত শর্মার নেতৃত্বে এখনও খুব একটা খুঁত পাওয়া যাচ্ছে না। তিনি প্রয়োজনে সাহসী সিদ্ধান্ত নিচ্ছেন। তলের অফ ফর্মে থাকা ক্রিকেটারদেরও যথেষ্ট ভরসা দিয়ে তাদের ফর্ম ফিরে পেতে সহায়তা করছেন। দলে তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেল বজায় রাখছেন। সাংবাদিক সম্মেলনে খোলাখুলিভাবে নিজের দলের ভালো এবং খারাপ দিকগুলি তুলে ধরছেন। কিন্তু তাও তাকে নিয়ে সন্তুষ্ট নন এক পাকিস্তানী কিংবদন্তি।
পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার মহম্মদ হাফিজ ভারত অধিনায়ক রোহিত শর্মাকে একজন বিভ্রান্ত মানসিকতার ব্যক্তিত্ব বলে মন্তব্য করেছেন। রোহিত শর্মার নেতৃত্বে দুটি এশিয়া কাপ মিলিয়ে টানা সাত ম্যাচে অপরাজিত ভারত। কিন্তু তাও রোহিতকে অধিনায়ক হিসেবে নম্বর দিতে নারাজ হাফিজ। হংকংয়ের বিরুদ্ধে টসে হারার পর রোহিতের বক্তব্য শুনে এই মন্তব্য করেছেন তিনি।
হংকংয়ের বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাট করতে হয়েছিল রোহিত শর্মাদের। তারপর রোহিত শর্মাকে তিনি সেই সিদ্ধান্তে খুশি কিনা জিজ্ঞাসা করা হলে রোহিত বলেন নিজের পিঠ দেখে মনে হচ্ছে যে সারফেস হয়তো ব্যাটারদের সাহায্য করবে, কিন্তু তিনি যদি টস জিততেন তাহলে হয়তো তিনি প্রথমে বোলিং করতেন। হয়তো দুর্বল হংকং এর বিরুদ্ধে নিজেদের কঠিন পরিস্থিতিতে ফেলে একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে চেয়েছিলেন রোহিত। কিন্তু মহম্মদ হাফিজ ব্যাপারটাকে সম্পূর্ণ অন্য ভাবে নিয়েছেন।
হাফিজ মন্তব্য করেছেন, “রোহিত শর্মাকে দেখে মনে হয়েছে যে উনি হংকংয়ের বিরুদ্ধে হারার ভয় পাচ্ছিলেন। উনি পিচ দেখে বললেন যে পিচটা ব্যাটিংয়ের পক্ষে ভালো, আবার তারপর নিজেই বলছেন যে তিনি জিতলে আগে বোলিং করার সিদ্ধান্ত নিতেন। ওর কথার কোনও মানে দাঁড়াচ্ছে না এবং সবাই সেটা দেখতে পাচ্ছে।” এশিয়া কাপ জিতে অফিসার এই মন্তব্যের পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।