নতুন কোচের নাম ঘোষণা হতেই উচ্ছ্বসিত রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়কে নিয়ে বললেন মন ছুঁয়ে যাওয়া কথা

বাংলা হান্ট ডেস্কঃ খনার বচনে আছে মঙ্গলে ঊষা বুধে পা যথা ইচ্ছা তথা যা, অর্থাৎ বুধবার লগ্ন খুবই শুভ। একদিকে যেমন এই বুধবার t20 বিশ্বকাপের প্রথম জয় তুলে নিয়েছে ভারত তেমনি আবার আরেকটি বড় খবর ঘোষণা করে দিয়েছে বিসিসিআইও। প্রায় সকলেই জানতেন, আবেদন পত্র জমা দেবার পর কোচ হতে চলেছেন রাহুল দ্রাবিড়ই৷ তবে তা সরাসরি ঘোষণা করা হয়নি এতদিন। অবশেষে বুধবার সেই আবেদনে সীলমোহর দিয়ে দিল সৌরভের বোর্ড।

বুধবার সন্ধ্যায় বিসিসিআই তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় এই খবর। আর রাহুল দ্রাবিড়ের নাম সামনে আসার পর উচ্চসিত সকলেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শুধু যে ভারতীয় দলের কোচ বদল হচ্ছে তাই নয়, বদলাতে চলেছে অধিনায়কও। এক্ষেত্রে বিরাটের পর স্বাভাবিকভাবেই অভিজ্ঞতার নিরিখে নাম উঠে আসছে রোহিত শর্মার। রাহুলের কোচ পদে আগমনে ভীষণরকম খুশি রোহিতও। আফগানিস্তান ম্যাচ জয়ের পর সাংবাদিক সম্মেলনে এ নিয়ে মুখও খুলেছেন তিনি।

রোহিত বলেন, “ওকে (দ্রাবিড়) অনেক শুভেচ্ছা। ওর সঙ্গে কাজ করার জন্য অপেক্ষায় থাকব। ভারতীয় ক্রিকেটের একটি স্তম্ভ রাহুল দ্রাবিড়। ওর সঙ্গে ভবিষ্যতে কাজ করতে পারব, এটা খুবই ভাল বিষয়।” প্রসঙ্গত উল্লেখ্য রাহুল এর আগেও শ্রীলঙ্কা সফরে ভারতের অস্থায়ী কোচ হিসেবে কাজ করেছিলেন। আর তারপর থেকেই বোর্ড সভাপতি সৌরভের পছন্দের তালিকায় যে সর্বপ্রথম যে রয়েছে দ্য ওয়ালের নাম তা জেনে গিয়েছিলেন সকলেই।

kohli bumrah

জানা গিয়েছে ইতিমধ্যেই নতুন অধিনায়কের জন্য বোর্ডের কাছে নিজের মতামত জানিয়ে দিয়েছেন দ্রাবিড়। অভিজ্ঞতা নিরিখে তিনিও বেছে নিয়েছেন রোহিত শর্মাকেই৷ তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ইন্ডিয়া টি-টোয়েন্টি টিমের দায়িত্ব যে রোহিতের কাঁধে উঠছে এনিয়ে কার্যত কোন সন্দেহ নেই। এখন নতুন কোচের সঙ্গে রোহিতদের সম্পর্ক ভারতীয় ক্রিকেটের কতখানি উন্নতি করতে পারে সেদিকে নজর থাকবে সকলের। কারণ একথা ঠিক যে খুবই খারাপ সময়ে কোচ হতে চলেছেন দ্রাবিড়। এই মুহূর্তে বিশ্বকাপ থেকে ছিটকে যাবার দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে ভারতীয় দল। ২০০৭ সালের পর আর কখনও এই পরিস্থিতিতে পড়তে হয়নি টিম ইন্ডিয়াকে।

 

Abhirup Das

সম্পর্কিত খবর