ম্যাচ জেতার পরেও এই ক্রিকেটারকে নিয়ে ক্ষুব্ধ রোহিত, পরের বার থাকবে না ভুলের ক্ষমা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৬২ রানে হারিয়েছে ভারতীয় দল। এই ম্যাচে শ্রীলঙ্কা একবারও এমন অবস্থায় আসতে পারেনি যেখান থেকে মনে হতে পারে যে তারা এই ম্যাচ জিততে পারে। যার জন্য খুশি অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচের পরে, রোহিত অনেক ক্রিকেটারের পারফরম্যান্সের প্রশংসা করেছিলেন। কিন্তু দলে একজন ক্রিকেটার ছিলেন যার প্রতি রোহিত কিছুটা বিরক্তি প্রকাশ করেছিলেন।

রোহিতের অসন্তোষের মূল কারণ ছিল ফিল্ডিং। কাল ভেঙ্কটেশ আইয়ার, শ্রীলঙ্কার ইনিংসে ভুবনেশ্বর কুমারের বলে একটি সহজ ক্যাচ ফেলেছিলেন। যার ফলে বল হাতে ভেঙ্কটেশ ভালো পারফরম্যান্স করলেও তাকে নিয়ে খুশি ছিলেন না রোহিত। এর বাইরে ভারতীয় দল আরও দুটি ক্যাচ ফেলেছিল। ম্যাচের পরে রোহিত বলেছিলেন, “এটি ঘটনা ধারাবাহিকভাবে ঘটছে। আমরা সহজ ক্যাচ ধরতে পারছি না। আমাদের ফিল্ডিং কোচের এখনও অনেক কাজ বাকি আছে। মিশন অস্ট্রেলিয়ার আগে আমাদেরও ভালো দলকে আরও ভালো ফিল্ডিং করতে হবে এবং এই ভুল বারবার বরদাস্ত করা হবে না। রোহিতের বক্তব্য থেকে স্পষ্ট যে দলের বিশ্বকাপ প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে রাজি নন অধিনায়ক রোহিত।

Venkatesh Iyer 1

 

একইসঙ্গে এই ম্যাচে ওপেনার ঈশান কিষানের পারফরম্যান্সে দারুণ খুশি অধিনায়ক রোহিত শর্মা। এই ম্যাচে ৮৯ রানের ইনিংস খেলেন ইশান। রোহিত বলেন, ‘আমি ঈশানকে অনেক দিন ধরে চিনি। ওর ক্ষমতার কথাও জানি। অপর প্রান্ত থেকে ওকে খেলা দেখাটা উপভোগ করছিলাম।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফ্লপ হওয়া ঈশানের ব্যাট থেকে কাল ৫৬ বলে ৮৯ রান করেন একটি দুর্দান্ত ইনিংস বেরিয়ে আসে যা ১০টি চার ও ৩টি ছক্কা দিয়ে সাজানো ছিল। অন্যদিকে, শ্রেয়াস আইয়ার মাত্র ২৮ বল খেলে অপরাজিত ৫৭ রান করেন। শ্রীলঙ্কার সামনে ২০০ রানের লক্ষ্য রেখেছিল ভারত। জবাবে ব্যাট করতে ভুবনেশ্বর কুমার, ভেঙ্কটেশ আইয়ারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে ১৩৭ রানের বেশি তুলতে পারেনি শ্রীলঙ্কা।

Reetabrata Deb

সম্পর্কিত খবর