বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দলের হারে মুষড়ে পড়েছে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। অনেক আশা নিয়ে সকলে এশিয়া কাপে ভারতের পারফরম্যান্সের দিকে চোখ রেখেছিলেন। রোহিত শর্মার জানিয়েছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ৮০ থেকে ৯০ শতাংশ দল তাদের তৈরি রয়েছে। এশিয়া কাপের পারফরম্যান্স দেখে বাকি ১০ শতাংশ দল নির্বাচন নিশ্চিত করা হবে। দ্রুত এশিয়া কাপে ভারতের পারফরম্যান্স শেষ পর্যন্ত যা দাঁড়ালো তারপর হয়তো পুরো দলটাকে নিয়েই আবার ভাবতে হবে রোহিত শর্মাকে।
অথচ এশিয়া কাপের শুরুতে পরিস্থিতি এরকম ছিল না। প্রথম ম্যাচে লো স্কোরিং পরিস্থিতিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পাকিস্তানকে হারিয়ে চলতি এশিয়া কাপে যাত্রা শুরু করেছিল ভারত। কিন্তু তারপর থেকেই একের পর এক সমস্যা দানা বাঁধতে থাকে। যে হংকং দলকে কার্যত উড়িয়ে দিয়েছে পাকিস্তান তারাই ভারতের বিরুদ্ধে বেশ প্রশংসনীয় লড়াই তুলে ধরে। অশনি সংকেত দেখা দিয়েছিল তখন থেকেই।
এরপর সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে বিরাট কোহলির ভালো পারফরম্যান্স সত্ত্বেও ভারতীয় দলকে হারের মুখ দেখতে হয় মূলত বোলারদের ব্যর্থতার কারণে। যে ভুবনেশ্বর কুমার গত কয়েক মাস ধরে নিজের জীবনের সেরা ফর্মের মধ্য দিয়ে যাচ্ছিলেন সেই ভুবনেশ্বরই এশিয়া কাপে সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে অত্যন্ত ফিকে ছিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধেও সেই ধারা অব্যাহত থাকে এবং ভুবনেশ্বর কুমার আবার ফ্লপ হন। সেইসঙ্গে মিডল ওভার গুলিতে সূর্যকুমার যাদব, রিশভ পন্থরাও চূড়ান্ত ব্যর্থ ব্যাট হাতে। এইসব প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল রোহিত শর্মাকে।
রোহিত শর্মা এই সকল সমালোচনার উত্তরে বলেছেন, “মাত্র দুটো ম্যাচ হারের জন্য আমি দলে আমল কোন পরিবর্তন করতে পারবো না। সোশ্যাল মিডিয়ায় কে কি বললো, তা নিয়ে আমরা মাথা ঘামাই না। অনেকেই ওখানে বাজে মন্তব্য করে থাকেন। তবে আমরা সেসব পাত্তা দিই না। দলের মধ্যে অনেক গুণ রয়েছে এবং আমরা গত কিছু সময় ধরে ভালো ক্রিকেট খেলে আসছি। আমরা সেইদিকেই প্রকাশ করব। বিশ্বকাপে আমরা ভুল ত্রুটি শুধরে আরও শক্তিশালী হয়ে ফিরবো”
যদিও এসব কথায় চিড়ে ভিজছে না। কাল রোহিত শর্মা নিজে ব্যক্তিগতভাবে দুর্দান্ত ইনিংস খেলেছিলেন বলে তার ব্যাটিংয়ের কোনও সমালোচনা হচ্ছে না ঠিকই, কিন্তু তার অধিনায়কত্ব নিয়ে বেশ কিছু প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। দীনেশ কার্তিককে না খেলানো, ভালো বোলিং করা সত্তেও রবি বিশ্নইকে টিম থেকে বাদ দেওয়া ইত্যাদি অনেক প্রশ্নই ক্রিকেটপ্রেমীরা তুলছেন, যার জবাব আপাতত হয়তো কারোর কাছে নেই।