কোহলির পর অধিনায়কত্বের সবথেকে বড় দাবিবার রোহিত শর্মা, দৌড়ে তাঁর আগে কেউ নেই

বাংলা হান্ট ডেস্কঃ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল অধিনায়কত্ব ছাড়তে পারেন বিরাট কোহলি। আজ অবশেষে জল্পনার অবসান ঘটলো, নিজের টুইটার হ্যান্ডেল থেকে বিরাট নিজেই জানিয়েছেন আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর, ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াবেন তিনি। এ বিষয়ে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী,
সচিব জয় শাহ, কোচ রবি শাস্ত্রী এবং রোহিত শর্মার সঙ্গে তার কথা হয়েছে বলেই জানিয়েছেন ভারত অধিনায়ক।

স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে বিরাট সরে দাঁড়ালে ভারতীয় দলের পরবর্তী অধিনায়ক কে হবেন? প্রায় সকলেই জানেন এক্ষেত্রে পাল্লাভারী রোহিত শর্মার। বিরাট কোহলি নিজেই জানিয়েছেন রোহিত লিডারশিপ গ্রুপের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আর তাই তার সাথে কথা বলেই নিজের সিদ্ধান্ত নিয়েছেন তিনি, কোহলির এই বক্তব্যের মধ্যেই আগামীদিনের আভাস লুকিয়ে আছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

রোহিত এ পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে পাঁচটি আইপিএল ট্রফি জয় করেছেন। ২০১৩ সালে রিকি পন্টিং মাঝপর্বে সরে দাঁড়ানোয় ক্যাপ্টেন্সির দায়িত্ব পেয়েছিলেন রোহিত শর্মা। তারপর থেকে কার্যত ফিরে তাকাতে হয়নি তাকে। গতবছরও তার নেতৃত্বে আইপিএল ট্রফি দখল করেছে মুম্বাই। এছাড়া ভারতের হয়ে নিদাস ট্রফিতেও দুর্দান্ত অধিনায়কত্ব করেছিলেন রোহিত। এখনও পর্যন্ত ভারতে মোট ১৯ টি টি টোয়েন্টি ম্যাচ অধিনায়কত্ব করেছেন রোহিত শর্মা। যার মধ্যে ১৫ টি ম্যাচেই জয়লাভ করেছে ভারত।

Rohit Kohli T20I AP 571 855

কার্যত গত বছরই অনেক বিশেষজ্ঞরাও বলেছিলেন, রোহিত অনেক বেশি ঠান্ডা স্বভাবের। সীমিত ওভারের ক্রিকেটে ক্যাপ্টেন হিসেবে ভারতকে অনেক কিছু দেওয়া রয়েছে তার। জানিয়ে রাখি, টি-টোয়েন্টির সাথে সাথে দশটি ওয়ানডে ম্যাচেও অধিনায়কত্ব করেছেন রোহিত শর্মা। যার মধ্যে আটটিতে দল জয়লাভ করেছে ভারত, তাই কোহলির পর কার্যত পাল্লা ভারী তারই। অনেকে যদিও তরুণ ক্রিকেটার হিসেবে কে এল রাহুলের নাম টেনে আনছেন, তবে ওয়াকিবহাল মহলের মতে আপাতত রাহুলের সুযোগ তেমন নেই। অনেকেই মনে করছেন ক্যাপ্টেন্সিতে তার সুন্দর রেকর্ড এবং ঠান্ডা মাথা এই দুই কারণেই লড়াইয়ে এগিয়ে থাকবেন রোহিত শর্মা।

 


Abhirup Das

সম্পর্কিত খবর