করোনা আতঙ্কের মধ্যেই দুবাইতে একটি ক্রিকেট অ্যাকাডেমির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন রোহিত শর্মা।

ভারতীয় ক্রিকেট দলের ওপেনার রোহিত শর্মা একটি ক্রিকেট একাডেমি ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন। দুবাইতে একটি জনপ্রিয় ক্রিকেট অ্যাকাডেমির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন এই ভারতীয় ক্রিকেটার। দুবাইতে রোহিত শর্মা যে ক্রিকেট অ্যাকাডেমির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন সেই অ্যাকাডেমির নাম ‘ক্রিককিংডম।’

এই মুহূর্তে পুরো বিশ্ব জুড়ে চলছে করোনা আতঙ্ক। সেই কারণে ক্রিকেট ক্রিককিংডম অ্যাকাডেমির তরফে জানানো হয়েছে বিশ্বজুড়ে করোনা মহামারী শেষ হয়ে যাওয়ার পরে অনলাইনে বিশেষ প্রশিক্ষণ দেওয়া শুরু করবে তাদের সংস্থা। এই ক্রিকেট অ্যাকাডেমির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পর রোহিত শর্মা সাংবাদিকদের জানিয়েছেন, দুবাইতে এই ক্রিকেট অ্যাকাডেমি ক্রিককিংডম বৈজ্ঞানিক পদ্ধতিতে ক্রিকেটের মধ্যে নিয়ে আসবে বেশ কিছু আধুনিকতার ছোঁয়া, যেগুলি বর্তমান ক্রিকেটে বিশেষভাবে সুবিধা করে দেবে তাদের অ্যাকাডেমির ক্রিকেটারদের। যার ফলে সেই অ্যাকাডেমির তরুণ ক্রিকেটাররা আরো বেশি করে সুসংগঠিত ও পেশাদার হয়ে উঠবেন।

129299831f9fbde919ffbc51645b94a1471d8aaf42ee77479f9791c67bb05db64a21b808a

এই অ্যাকাডেমির তরফে রোহিত শর্মাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানানোর পাশাপাশি এই অ্যাকাডেমির ডিরেক্টর হিসাবেও যুক্ত হওয়া অফার করা হয়েছিল। কিন্তু এখনই সেই অফার গ্রহণ করছেন না ভারতীয় ওপেনার রোহিত শর্মা। তিনি জানিয়েছেন অফারটি এখন বিবেচনা স্তরে রেখেছেন সময় হলে সঠিক সিদ্ধান্ত জানাবেন।

Udayan Biswas

সম্পর্কিত খবর