বাংলা হান্ট নিউজ ডেস্ক: গত বুধবার হায়দারাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) প্রথম ওডিআই ম্যাচে মাঠে নেমেছিল ভারতীয় দল (Team India)। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মাত্র ১২ রানের ব্যবধানে জয় পেয়েছিল রোহিত শর্মার (Rohit Sharma) ভারত। শুভমান গিল (Shubman Gill) দ্বিশতরান এবং মহম্মদ সিরাজের (Md. Siraj) অসাধারণ বোলিংয়ে ভর করে ম্যাচ জিতেছিল তারা।
কিন্তু এই ম্যাচে একটি ভুল করেছিলেন অধিনায়ক রোহিত যার খেসারত এবার তাদেরকে দিতে হবে। ওই ম্যাচে নির্দিষ্ট ওভার রেট বজায় করতে পারেননি ভারতীয় অধিনায়ক। যে সময় খেলা শেষ হওয়ার কথা ছিল তার পরেও ৩ ওভার খেলা হয়। আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি যা জাভাগল শ্রীনাথ ব্যাপারটি নিশ্চিত করেছেন।
আইসিসি কোড অফ কন্ডাক্ট ফর প্লেয়ার্স এবং প্লেয়ার সাপোর্ট পার্সোনেলের আর্টিকেল ২.২২ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত ওভার শেষ করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য ক্রিকেটারদের তাদের ম্যাচ ফি এর ২০ শতাংশ জরিমানা করা হয়।
রোহিত এই অপরাধটি নিজেও স্বীকার করে নিয়েছিলেন। তারপর মাঠের উপস্থিত দুই আম্পায়ার, অনিল চৌধুরী এবং নিতিন মেনন ছাড়াও তৃতীয় আম্পায়ার কে এন অনন্তপদ্মনাভন এবং চতুর্থ আম্পায়ার জয়রামন মদনগোপালও ব্যাপারটি নিশ্চিত করেছেন। তাই আলাদা করে কোনও আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
তবে এই ব্যাপার নিয়ে কোনও চাপ নিচ্ছে না ভারতীয় দল। তারা আপাতত মনোঃসংযোগ করছেন তাদের দ্বিতীয় ম্যাচে। প্রথম ম্যাচে একটুর জন্য ব্রেসওয়েল নিউজিল্যান্ডকে জেতাতে পারেননি। দ্বিতীয় ম্যাচে তার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে ভারতীয় বোলিং।