CAA বিক্ষোভ রুখতে প্রতিবাদীদের দমনের অভিযোগ! সুইজারল্যান্ডে মামলা যোগীর বিরুদ্ধে

বাংলা হান্ট ডেস্কঃ নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)! যে আইনের  বিরুদ্ধে ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের জানুয়ারি পর্যন্ত তোলপাড় হয়েছিল গোটা দেশ। এবার সেই আইনের আঁচ গিয়ে পড়ল ভিন দেশে। ভারতের সীমানা পেরিয়ে এবার বিদেশের মাটিতেও CAA-NRC বিক্ষোভের ফুলকি। এর জেরেই এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) বিরুদ্ধে অভিযোগ দায়ের হল সুইজারল্যান্ডে। জানা গিয়েছে, সেদেশের প্রথম সারির এক মানবাধিকার সংগঠন যোগী আদিত্যনাথের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে।

সূত্রের খবর, সুইস ফেডারেল প্রসিকিউটরের অফিসে সে দেশের দণ্ডবিধির ২৬৪ ধারায় অর্থাৎ গণহত্যা ও মানবতারর বিরুদ্ধে অপরাধে এই অভিযোগ দায়ের করেছে ‘গের্নিকা ৩৭ চেম্বারস’ (Guernica 37 Chambers) নামক এক আন্তর্জাতিক সংস্থা। বিশ্বের বহু দেশের প্রথম সারির আইনজীবীদের নিয়ে এই সংগঠনটি গড়ে উঠেছে। সংগঠন তরফে অভিযোগ, ২০১৯-২০ সালে গোটা দেশে যখন সিএএ (CAA) এবং এনআরসি (NRC) বিরোধী বিক্ষোভ চলছিল, সেসময় মুখ্যমন্ত্রী যোগীর নির্দেশে চরম নিষ্ঠুরতার নিদর্শন দেখিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। আরও অভিযোগ, সেই সময় বিক্ষোভ দমন করার নামে পুলিশের হাতে খুন হন অন্তত ২২ জন।

পাশাপাশি ওই সংগঠন তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, যোগীর নির্দেশে ওই সময় বহু মানুষকে মিথ্যা মামলায় হাজতবাসও করতে হয়। বিশেষভাবে সেসময় মুসলিম সম্প্রদায়ের উপর যে পরিমান অকথ্য অত্যাচার হয়েছে তা মানবতার বিরোধী। এরপর ২০১৯ সালের যোগীর এক বক্তৃতার কোথা উল্লেখ করে সংস্থা তরফে বলা হয়, সেসময় স্বয়ং যোগী বলেছিলেন বিক্ষোভকারীদের বিরুদ্ধে ‘বদলা’ নিতে হবে। এরপরেই মুখ্যমন্ত্রীর মদতে পুলিশ এই অত্যাচার চালিয়েছে।

yogi

উল্লেখ্য, ঠিক এই একই সময়েই ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম (ডব্লিউইএফ)-এর অনুষ্ঠানে যাওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন যোগী আদিত্যনাথ। আগামী ১৬ থেকে ২০ জানুয়ারি সুইৎজারল্যান্ডের ডাভোসে এই অনুষ্ঠান চলবে। অন্যদিকে, মঙ্গলবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুইৎজারল্যান্ডে দায়ের হয়েছে অভিযোগ।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর