বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) আজ সুপার ফোরে নিয়মরক্ষার ম্যাচ খেলতে বাংলাদেশের মুখোমুখি হয়েছে। ফাইনালের টিকিট আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। তাই এই ম্যাচ শুধুমাত্র একটি অনুশীলন ম্যাচ হিসেবেই গণ্য হচ্ছে ভারতীয় দলের কাছে। সাকিব আল হাসানদের বিরুদ্ধে তাই বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব এবং বুমরার মতো তারকাদের বিশ্রাম দিয়েছেন রোহিত শর্মা।
বুমরার জায়গায় দলে এসেছেন অভিজ্ঞ ফাস্ট বোলার মহম্মদ শামি, কোহলির জায়গায় দলে এসেছেন সূর্যকুমার যাদব। আজ স্বামীর পাশাপাশি ফাস্ট বোলিং এর দায়িত্ব সামলাবেন প্রসিদ্ধ কৃষ্ণা এবং শার্দূল ঠাকুর। তার পাশাপাশি ওডিআই ফরম্যাটে অভিষেক ঘটালেন বাঁ হাতি মিডল অর্ডার ব্যাটার তিলক ভার্মা। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি ক্রিকেটে জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করার পুরস্কার পেলেন তিনি।
আসন্ন বিশ্বকাপের দলে হয়তো তিলকের সুযোগ হবে না। কিন্তু আগামী বছরেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আয়োজিত হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে জাতীয় দলের হয়ে যে কোনও ফরম্যাটে যতগুলি সুযোগ পাবেন তিলক, ততগুলি সুযোগই তাকে কাজে লাগাতে হবে।
টসে জিতে রোহিত শর্মা বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশের কাছে এই ম্যাচ হল নিজেদের সম্মান রক্ষার। ভারতের কাছে এই ম্যাচ নিজেদের রিজার্ভ বেঞ্চের শক্তি পরখ করে নেওয়ার। দুই পক্ষই ম্যাচের গুরুত্ব অপেক্ষাকৃত কম হলেও কেউ কাউকে ছেড়ে কথা বলবে না।
প্রতিবেদনটি লেখার সময় ম্যাচে চার ওভারের মধ্যেই বাংলাদেশ দুজন ওপেনারকে খুঁইয়ে ফেলেছে। উইকেট পেয়েছেন মহম্মদ শামি এবং শার্দূল ঠাকুর। ভারত এই ম্যাচেও দাপট দেখিয়ে জয় পাবে এমনটাই প্রত্যাশা করা হচ্ছে।