ভারত-পাক মহারণের আগে চিন্তায় রোহিত, একাদশে পন্থ ও এই ক্রিকেটারের জায়গা নিয়ে অনিশ্চয়তা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: অবশেষে এসে উপস্থিত সেই দিন। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারতীয় দল। দুই দলই সাম্প্রতিক অতীতে বেশ কিছু দুর্দান্ত পারফরম্যান্স করেছে। কাজেই সমানে সমানে লড়াই হবে এই নিয়ে কারোরই সন্দেহ নেই। যদিও এই মুহূর্তে অনেকেই নিশ্চিত নন যে ভারতীয় দল কেমন একাদশ নিয়ে মাঠে নামবে। এই প্রতিবেদনে সেই ব্যাপারে একটু আলোকপাত করার চেষ্টা করা হলো।

ভারতের হয়ে রোহিত শর্মার সঙ্গে যে লোকেশ রাহুলই ওপেন করতে নামবেন, তা নিয়ে সকলেই একপ্রকার নিশ্চিত। রাহুল সদ্য চোট কাটিয়ে ফিরলেও জিম্বাবোয়ের বিরুদ্ধে সম্প্রতি মাঠে নেমেছিলেন। সেখানে ব্যাট হাতে দুর্দান্ত কিছু করে দেখাতে না পারলেও তার বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা এবং চোট লাগার আগে তার দুর্দান্ত ফ্রম কে অস্বীকার করতে পারবে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। দীর্ঘদিন বিশ্রাম নিয়ে তরতাজা হয়ে ফেরা বিরাট কোহলির জন্য তিন নম্বর জায়গাটা নিশ্চিত। এই এশিয়া কাপ কোহলির কাছে সমালোচকদের জবাব দেওয়ার মঞ্চ। তারপরে চার নম্বরে এই মুহূর্তে ভারতীয় দলের সবচেয়ে ফর্মে থাকা তারকা সূর্যকুমার যাদবের জায়গাটা ফাঁকা। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দুর্দান্ত ক্রিকেট খেলেছেন এই মুম্বাইকর।

pant kohli

মিডল অর্ডারে একটা জায়গা নিয়েই একটু প্রশ্ন রয়েছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে। পাঁচ নম্বরে ফর্মে থাকা দীপক হুডা নাকি অভিজ্ঞ রিশভ পন্থ? কাকে জায়গা দেওয়া হবে তা নিয়ে কিছুটা আঁধারে রয়েছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। তবে প্রথম ম্যাচে বেশি পরীক্ষা-নিরীক্ষার রাস্তায় না গিয়ে পন্থকেই হয়তো দলে সুযোগ দিতে চলেছেন রোহিত। এরপর ছয় এবং সাত নম্বরে দীনেশ কার্তিক এবং হার্দিক পান্ডিয়ার নামা নিশ্চিত। আট নম্বরে স্পিনার অলরাউন্ডার হিসেবে থাকবেন রবীন্দ্র জাদেজা। ৯ নম্বরে থাকবেন জাদেজার সঙ্গে স্পিনের জুটি বাঁধতে চলা তারকা লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল। এরপর দুই পেসার হিসেবে ভুবনেশ্বর কুমার এবং অর্শদীপ সিংদের হয়তো দলে রাখবেন রোহিত শর্মা। প্রয়োজনে হার্দিক পান্ডিয়াও কয়েক ওভার হাত ঘোরাবেন। গত কয়েক মাসে বল হাতেও দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। তবে পিচের চরিত্র বুঝে প্রয়োজন অনুযায়ী কার্তিক, রাহুল বা পন্থের মধ্যে কাউকে বসিয়ে রবি অশ্বিনকেও খেলানো হতে পারে। রাহুল বসলে সেক্ষেত্রে ফের ওপেন করতে দেখা যেতে পারে সূর্যকুমারকে, যে সম্ভাবনা খুবই কম।

পাকিস্তানের হয়ে টপ অর্ডারে বাবর আজম, মহম্মদ রিজওয়ান এবং ফখর জামানের জায়গা নিশ্চিত। সমস্যা রয়েছে মিডল অর্ডার নিয়ে। পাকিস্তান শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলেছিল এপ্রিল মাসে। ঘরোয়া ক্রিকেট সাম্প্রতিক ফরম এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা মিলিয়ে পাকিস্তানের অর্ডারটি তরুণ হায়দার আলী, অভিজ্ঞ ইফতিকার আহমেদ এবং আক্রমনাত্মক আসিফ আলীকে দিয়ে সাজানো হতে পারে। পর থাকবেন পাকিস্তান দলের সহ-অধিনায়ক এবং এই মুহূর্তে দলের সেরা স্পিনার শাদাব খান। ম্যাট ফিনিশ করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন তিনি। এরপর বাঁহাতি স্পিনার হিসেবে মহম্মদ নওয়াজ থাকতে পারেন শাদাবের সঙ্গে জুটি বাঁধার জন্য। শাহীন আফ্রিদি এবং মহম্মদ ওয়াসিম চোট পেয়ে ছিটকে যাওয়ার পাকিস্তানের তিন পেসার হতে পারেন হ্যারিস রাউফ, মহম্মদ হাসনাইন এবং শেহেনওয়াজ দাহানি।

সম্ভাব্য ভারতীয় একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং

সম্ভাব্য পাকিস্তান একাদশ:
বাবর আজম (অধিনায়ক) মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, ইফতিকার আহমেদ, হায়দার আলী, আসিফ আলী, শাদাব খান, মহম্মদ নওয়াজ, মহম্মদ হাসনাইন, হারিস রউফ, শাহনওয়াজ দাহানি

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর