দলে করোনা হানায় চিন্তায় রোহিত! এই প্রথম একাদশ বেছে নিতে পারেন ভারতীয় অধিনায়ক

বাংলার হান্ট নিউজ ডেস্ক: আগামী ৬ই ফেব্রুয়ারি থেকে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত। কিন্তু সেই একদিনের সিরিজ আরম্ভের ঠিক আগে দলের অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার করোনা ভাইরাসের সংক্রমণের কবলে পড়েছেন। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কেমন প্রথম একাদশ নামাতে হবে তা নিয়ে এখন বিরাট চিন্তা অধিনায়ক রোহিত শর্মার সামনে।

নির্বাচকরা ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন যে দ্বিতীয় ওয়ানডে থেকে লোকেশ রাহুলকে পাওয়া যাবে। একই সঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন ঋতুরাজ গায়কোয়াড় এবং শিখর ধাওয়ান। এমন পরিস্থিতিতে সম্প্রতি দলে যোগ দেওয়া রোহিত শর্মা এবং মায়াঙ্ক আগরওয়ালকে ওপেনিং করতে দেখা যেতে পারে। ময়ঙ্ক দুরন্ত ব্যাটিং করে ভারতীয় দলের হয়ে টেস্ট ক্রিকেটে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। এবার ওয়ান ডে তে ফের যোগ্যতা প্রমাণের পালা। একই সঙ্গে তিন নম্বরে নামা নিশ্চিত বিরাট কোহলির।

   

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় মিডল অর্ডার বিশ্রীভাবে ফ্লপ করেছিল। এমন পরিস্থিতিতে মিডল অর্ডারে শক্তিশালী করতে চাইবেন রোহিত। চার নম্বরে দুই প্রতিযোগী রয়েছেন। শ্রেয়স আইয়ার যদি করোনায় আক্রান্ত হন, তাহলে অফফর্মে থাকা তারকার জায়গায় দলে আসবেন সূর্যকুমার। একই সাথে, উইকেট-রক্ষক ব্যাটসম্যান রিশভ পন্ত পাঁচ নম্বরে নামতে পারেন। পান্ত ভালো ক্রিকেট খেললেও ধারাবাহিক নন।

shardul thakur deepak chahar

এরপরে ছয় ও সাত নম্বরে সুযোগ পেতে পারেন দীপক হুডা ও শার্দূল ঠাকুর। দুই তারকাই বলের পাশাপাশি ব্যাট হাতে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন। এতে দলের ব্যাটিং গভীরতাও বাড়বে। এরপরে দলে জায়গা পেতে পারেন দুই লেগস্পিনার রবি বিশ্নই এবং যুজবেন্দ্র চাহাল। সবশেষে মহম্মদ সিরাজ এই দলের বোলিং লাইন আপ-কে নেতৃত্ব দেবেন।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর