বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল যখন রোহিত শর্মা (Rohit Sharma) নিজের নবম টেস্ট শতরান সম্পূর্ণ করেছিলেন, তখন একটি মজার মন্তব্য করেছিলেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সচিন টেন্ডুলকার (Sachin Tendulkar)। প্রথমে তিনি রোহিত শর্মাকে নিজের শতরানোর জন্য অভিনন্দন জানিয়েছিলেন তারপর বলেছিলেন যে ‘RRR’ অর্থাৎ রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন (Ravi Ashwin) এবং রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) এই টেস্ট জয়ের ব্যাপারে ভারতকে (Team India) এগিয়ে রেখেছে। তার এই টুইটটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছিল।
তার কথা যে কতটা সত্যি সেটা আড়াই দিনে শেষ হয়ে যাওয়া নাগপুর টেস্টের পর্যালোচনা করলেই বুঝতে পারবেন ভারতীয় সমর্থকরা। প্রথম ইনিংসে রবীন্দ্র জাদেজা ৫ উইকেট নিয়ে অজিদের ১৭৭ রানে অলআউট করার ব্যাপারে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিলেন। এরপর দ্বিতীয় ইনিংসে শতরান করে রোহিত শর্মা ভারতকে বিশাল বড় লিড পেতে সাহায্য করেছেন। এরপর তৃতীয় ইনিংসে অশ্বিনের ঘূর্ণির সামনে তছনছ হয়ে যায় অজি ব্যাটিং। ৫ উইকেট নেন তারকা অফস্পিনার।
চার ম্যাচের এই টেস্ট সিরিজের বাকি তিন ম্যাচেও যে তাদের কাছ থেকে অসাধারণ পারফরম্যান্স দেখা যাবে, সেই ইঙ্গিত এখন থেকেই অনেকে পেয়ে যাচ্ছেন। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে মাঠের মধ্যে এর রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজাকে সামলাতে গিয়ে কতটা বেগ পেতে হয় ভারতীয় অধিনায়ক রোহিতকে। আজ ম্যাচ শেষ হওয়ার পরে ইরফান পাঠানদের সঙ্গে আলাপচারিত সময় সেই তথ্য প্রকাশ করেছেন হিটম্যান।
রোহিত শর্মা বলেছেন, “আমাকে এটা ভাবতে হচ্ছিল না যে জাদেজাকে কি পরামর্শ দেবো বা অশ্বিনকে কিভাবে বল করতে বলবো। পিচের একটা দিক থেকে স্পিন বেশি হচ্ছিল। লাঞ্চের পর আমাদের তিন স্পিনার ওই প্রান্তে এসে উপস্থিত হয় এবং তিনজনই আমার কাছ থেকে বল চাইতে শুরু করে।”
A conversation you can’t miss between Rohit Sharma and Irfan Pathan ❤️@ImRo45 @IrfanPathan pic.twitter.com/VV1w01QcJD
— Immy|| (@TotallyImro45) February 11, 2023
রোহিত আরও বলেছেন যে, “ভারতে টেস্ট হলে এদের প্রতিদিনই নতুন কোনও না কোনও রেকর্ড তৈরি হয়। তো যাদের যায় সে আমাকে বলতে থাকে যে আমার এই মুহূর্তে টেস্ট উইকেট সংখ্যা ২৪৯, আমার হাতে বল দাও। অশ্বিন, যার কেরিয়ারে ৪৫০ উইকেট নেওয়া হয়ে গেছে, ও এসে বলতে শুরু করে আমি দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়েছি, আমার ৫ উইকেট চাই, আমাকে বল দাও। খুব কষ্ট করে ওদেরকে বোঝাতে হয়েছে।” তবে এই ঝামেলায় যদি ভালো কিছু হয় তাহলে ভারতীয় ক্রিকেট প্রাণীরা চাইবেন প্রতিটা টেস্টে অশ্বিন এবং জাদেজা এমন ঝামেলা করুক।