BCCI-কে খুশি করে দিলেন রোহিত! ভারতকে বিশ্বকাপ জেতাতে এই বড় ত্যাগ স্বীকার করছেন হিটম্যান

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আগামীকাল থেকে ভারতের মাটিতে আরম্ভ হবে বিশ্বকাপের (2023 ODI World Cup) লড়াই। ভারতীয় দল (Indian Cricket Team) মাঠে নামবে আরও তিনদিন পরে। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বাকি দলগুলি বিশ্বকাপের আগে ভারতের মাটিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে নেওয়ার সুযোগ পেয়েছে। কিন্তু বর্ষণের কারণে রোহিত শর্মারা (Rohit Sharma) সেই সুযোগ পাননি। সেটা তাদের বিশ্বকাপ অভিযানে কতটা প্রভাব ফেলবে সেটা সময়ই বলবে।

তবে বিশ্বকাপের জন্য ভারতীয় দল যে একেবারে প্রস্তুত না সেটা বলা যায় না। গত মাসে তারা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে। ঘরের মাটিতে আয়োজিত তিন ম্যাচের ওডিআই সিরিজে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। দলের তারকা ক্রিকেটাররা প্রত্যেকেই ভালো ফর্মে রয়েছেন। এবার রোহিত শর্মাকে শুধু ভারতীয় দলকে সঠিক পথে চালনা করতে হবে।

সেই জন্য মানসিক প্রস্তুতেই অনেক আগে থেকেই নেওয়া শুরু করে দিয়েছেন হিটম্যান। নিজেকে অন্যান্য জগত থেকে দূরে রেখেছেন গত নয় মাস জুড়ে। শুধু শারীরিক নয়, বিশ্বকাপের জন্য মানসিকভাবেও মুক্ত থাকতে হবে দলের অধিনায়ককে। সেই লক্ষ্যে তিনি একটি বড় উদ্যোগ নিয়েছেন যা বিশ্বকাপের আগে খোলসা করলেন তিনি।

rohit bumrah

রোহিত শর্মা সম্প্রতি জানিয়েছেন, “আমার মোবাইলে টুইটার বা ইনস্টাগ্রাম নেই গত নয় মাস ধরে। কোনো কমার্শিয়াল পোস্ট করতে হলে আমার স্ত্রী সেই বিষয়টা দেখভাল করে। এই জিনিসগুলো আসলে মনোযোগের ব্যাঘাত ঘটায়। সত্যি বলতে সময় এবং শক্তি; দুটোরই অপচয়৷ এজন্যই সিদ্ধান্ত নিয়েছি মোবাইলে এসব অ্যাপ রাখব না। কারণ থাকলেই আমি সব দেখব।”

আরও পড়ুন: প্রত্যেকটি দেশ পেলেও ভারতীয় দলকে এই সুবিধা দিতে পারলো না BCCI! চিন্তায় রাহুল দ্রাবিড়;

প্রসঙ্গত রোহিত শর্মা ভারতীয় দলের সবচেয়ে বেশি হিসেবে তাদের বিশ্বকাপের মঞ্চে নেতৃত্ব দিতে চলেছেন। বিশ্বকাপে সর্বোচ্চ শতরানের তালিকাতেও তিনি সচিনের সঙ্গে যুক্ত ভাবে শীর্ষে রয়েছেন। বিশ্বকাপে আর একটি শতরান করলে এককভাবে সর্বোচ্চ শতরানের মালিক হয়ে যাবেন তিনি।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর